ভিডিও শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

‘রুমকির সংসার’ জিলানী আর অলংকার

‘রুমকির সংসার’ জিলানী আর অলংকার

অভি মঈনুদ্দীন ঃ এই প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে একজন সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবেই বেশ আলোচনায় এসেছেন নাটকের প্রিয় মুখ অলংকার চৌধুরী।

বিগত কিছুদিনে তিনি বেশকিছু দর্শকপ্রিয় নাটকও উপহার দিয়েছেন। যে কারণে তাকে নিয়ে নির্মাতাদের নাটক নির্মাণে আগ্রহও বেড়েছে অনেকটাই। অন্যদিকে এই প্রজন্মের নবাগত আলোচিত মডেল ও অভিনেতা হিসেবেও আরেফিন জিলানী বেশ ভালো করছেন। কিছুদিন আগে অপি করিমের সঙ্গে আদনান আল রাজীবের নির্দেশনায় একটি বিজ্ঞাপনে কাজ করেও আলোচনায় এসেছেন তিনি।

প্রথম আরেফিন জিলানী ও অলংকার চৌধুরী একসঙ্গে একটি নাটকে অভিনয় করলেন। নাটকের নাম ‘রুমকির সংসার’। নাটকটি রচনা করেছেন অনামিকা মণ্ডল। নির্দেশনা দিয়েছেন জামরুল রাজু। নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অলংকার চৌধুরী। এর আগেও অলংকার চৌধুরী বেশ কিছু নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন। তবে এবারের নাটকের গল্প ও নির্মাণশৈলী নিয়ে অলংকার ভীষণ উচ্ছ্বসিত। তিনি ভীষণ আশাবাদীও বটে এই নাটকটি নিয়ে। অলংকারের বিপরীতে অভিনয় করা আরেফিন জিলানীরও প্রত্যাশা ভীষণ এই নাটকটিকে ঘিরে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জিলানী বলেন,‘ আমি যখন এই নাটকের স্ক্রিপ্ট হাতে পাই, তখন দেখলাম যে এটা সাধারণ একটি গল্প। কিন্তু এই ধরনের গল্প নিয়ে কখনো কাজ করা হয়নি। যে কারণে কাজটা আমি আগ্রহ নিয়ে করেছি। আমার কাছে খুউব ভালোলেগেছে কাজটি করতে। কারণ আমার চরিত্রটির যে সংগ্রাম, যে ভালোলাগা মন্দলাগা তা আমি বেশ উপভোগ করেছি। যে কারণে আমার চরিত্রটি নিয়ে আমি আশাবাদী। আর আমার যিনি সহশিল্পী অর্থাৎ অলংকার চৌধুরী, তিনি নিঃসন্দেহে গুনী একজন অভিনেত্রী। ভীষণ সহযোগিতা পরায়ণ। যে কারণে আমাদের দুজনের রসায়নও বেশ জমে উঠেছে নাটকটিতে। আমি সত্যিই খুব আশাবাদী নাটকটি নিয়ে।’

আরও পড়ুন

অলংকার চৌধুরী বলেন,‘ নাটকটি প্রেম, সংঘাত এবং সংগ্রামের এক মর্মস্পর্শী গল্পের। প্রেমই কী সবসময় যথেষ্ট হয়? স্বামী স্ত্রীর সম্পর্ক টিকিয়ে রাখতে কী শুধু ভালোবাসাই যথেষ্ট? এই প্রশ্নগুলোর উত্তর খুঁেজ বেড়াবে রুমকির সংসার। নাটকে আমাকে রুমকি চরিত্রে দেখা যাবে। নাটকের রচয়িতা চমৎকারভাবে নাটকের মূল ভাবনাটা তুলে আনার চেষ্টা করেছেন। সেইসাথে নির্মাতাও অনেক শ্রম দিয়েছেন কাজটি যেন যথাযথভাবে সম্পন্ন হয়। সম্পাদনা শেষে নিশ্চয়ই নাটকটির ভালো একটি রূপ দাাঁড়াবে। সহশিল্পী হিসেবে আরেফিন জিলানী ভাই ভীষণ ভালো। তারসঙ্গে কাজ করাটা উপভোগ করেছি আমি। রুমকির সংসার নিয়ে আমাদের দুজনেরই অনেক প্রত্যাশা।’

জিলানী অলংকার জানালেন, শিগগিরই নাটকটি প্রচারে আসবে। এদিকে জিলানী নিয়মিত টিভি নাটক, বিজ্ঞাপন ও ওয়েব-এ কাজ করা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে অলংকার চৌধুরী নাটকে ও মিউজিক ভিডিওতেই বেশি কাজ করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

প্রায় শতাধিক শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিলো জবি রিপোর্টার্স ইউনিটি

ইন্ডিয়ার কাছে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের

ভর্তিচ্ছু শিক্ষার্থীকে সহায়তা করতে গিয়ে অভিযোগের মুখে জবি ছাত্রদল আহবায়ক

একুশে ফেব্রুয়ারি চলবে মেট্রোরেল, কর্মবিরতি স্থগিত

সাতক্ষীরায় সন্তানকে পুড়িয়ে হত্যার পর মাকে কুপিয়ে হত্যা