ভিডিও শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

কীভাবে নির্বাচন বানচাল করা যায় সেই ষড়যন্ত্র অব্যাহত রয়েছে : আব্দুস সালাম

কীভাবে নির্বাচন বানচাল করা যায় সেই ষড়যন্ত্র অব্যাহত রয়েছে : আব্দুস সালাম। ছবি : দৈনিক করতোয়া

নাটোর প্রতিনিধি : জুলাই-আগস্ট বিপ্লবে বিএনপি’র অনেক নেতাকর্মী হতাহত হয়েছেন। অথচ রাষ্ট্র তাদের কোন সহযোগিতা করছে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগের বিএনপি’র সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। কীভাবে নির্বাচন দীর্ঘায়িত করা যায় বা নির্বাচন বানচাল করা যায় সেই সব ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাই এসব ষড়যন্ত্রকে রুখতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের কাছে যেতে হবে, নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ যেকোন সময় নির্বাচনের ঘোষণা আসতে পারে। আগামী জাতীয় নির্বাচনে জয়লাভে জন্য ঐক্যের কোন বিকল্প নেই।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর শহরের জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র আহবায়ক রহিম নেওয়াজ। এসময় আহবায়ক কমিটিতে স্থান পাওয়া দু’জন নেতার বিরুদ্ধে ভুয়া ভুয়া সেøাগান দেন কিছু নেতাকর্মী।

জেলা বিএনপি’র সদস্য সচিব মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় কমিটির পরিচিতি সভা ও কর্মী সমাবেশে আব্দুস সালাম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রেখে গেছেন সততা ও আদর্শ। তার সেই সততা ও আদর্শ ধারন করে বিএনপি আজ এতদূর এগিয়েছে। আগামীতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে দেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।

তিনি বলেন, তারেক রহমানের একটি নির্দেশ কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, হাইব্রিড ও দখলবাজদের সাথে বিএনপি’র কোন সম্পর্ক নেই। তারেক রহমান আরও বলেছেন আগামী নির্বাচনে যদি জয়লাভও করি, জুলাই-আগস্ট আন্দোলনে যারা আমাদের সহযোগিতা করেছেন তাদেরকে সাথে নিয়ে সরকার গঠন করবো। একদিকে আর্ন্তজাতিক ষড়যন্ত্র, একদিকে জাতীয়ভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে।

আরও পড়ুন

এ অবস্থায় নিজেদের মধ্যে ঐক্য না থাকলে দলের অনেক ক্ষতি হবে। তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, খুব শিগ্গরই নির্বাচনের রোডম্যাপ দিন, নির্বাচন দিন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। রাষ্ট্র সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করবেন না। আমরা এই অর্ন্তবর্তী সরকারকে ব্যর্থ হিসেবে দেখতে চাই না। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য সেখানে সব কিছু দেওয়া আছে।

কাজেই সংস্কারের নামে নির্বাচন নিয়ে কোন কালক্ষেপণ করবেন না। বাংলাদেশের মানুষ জানে দেশে নিরপেক্ষ নির্বাচন হলে ২০০ আসনের বেশি আসন বিএনপি পাবে। এসব বুঝতে পেরে দেশে নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র শুরু হয়েছে। কিন্তু আমরা কোন ষড়যন্ত্র হতে দেবো না।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী এড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপি’র সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, নবগঠিত আহবায়ক কমিটির সিনিয়ন যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, দাউদার মাহমুদ, ফারজানা শারমিন পুতুল, জেলা বিএনপি’র সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আফতাব প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

প্রায় শতাধিক শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিলো জবি রিপোর্টার্স ইউনিটি

ইন্ডিয়ার কাছে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের

ভর্তিচ্ছু শিক্ষার্থীকে সহায়তা করতে গিয়ে অভিযোগের মুখে জবি ছাত্রদল আহবায়ক

একুশে ফেব্রুয়ারি চলবে মেট্রোরেল, কর্মবিরতি স্থগিত

সাতক্ষীরায় সন্তানকে পুড়িয়ে হত্যার পর মাকে কুপিয়ে হত্যা