ভিডিও শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

শেষ হলো ডিসি সম্মেলন

বগুড়ায় বিশ্ববিদ্যালয়, টিচার্স ট্রেনিং কলেজ স্থাপনের প্রস্তাব দিয়েছেন ডিসি বগুড়া

বগুড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টিচার্স ট্রেনিং কলেজ স্থাপনের প্রস্তাব দিয়েছেন ডিসি বগুড়া, ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: তিন দিনব্যাপী জেলা প্রশাসক ( ডিসি) সম্মেলন শেষ হয়েছে । সম্মেলনে ডিসিরা মাঠ প্রশাসনের নানা সমস্যা ও সম্ভাবনার পাশাপাশি উন্নয়ন কাজের পরিকল্পনা দিয়েছেন। প্রস্তাব আকারে দেওয়া তাদের পরিকল্পনাগুলোর কিছু কিছু গ্রহণ করেছেন সরকারের শীর্ষ কর্তা ব্যক্তিরা।  স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পর্যটনে জোর সহ আইনশৃঙ্খলার উন্নয়ন দেখতে চায় সরকার।

ডিসিদের ৩৫৪ প্রস্তাব পর্যালোচনা করে দেখা গেছে, তারা শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নকেই বেশি প্রাধান্য দিয়েছেন। এ ছাড়া দেশের পর্যটন খাতের বিকাশে নতুন নতুন পর্যটন কেন্দ্র স্থাপনের প্রস্তাব তুলেছেন। আর সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সব ধরনের ‘রাজনৈতিক’ ধমক উপেক্ষা করে সাহসের সঙ্গে মানুষের জন্য কাজ করতে হবে। 

আরেক ডিসি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সম্মেলনের উদ্বোধনী দিনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সংখ্যালঘুদের ওপর যেন কোনো হামলা না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন; কিন্তু পতিত সরকারের সমর্থকরা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে অপারেশন ‘ডেভিল হান্ট’ শুরু হওয়ায় অনেকের মধ্যে ভয় ঢুকেছে। এজন্য এখন পরিস্থিতি আগের চেয়ে উন্নত হচ্ছে।

গতকাল সম্মেলনের শেষ দিন ২২টি মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ডিসিদের কার্য-অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। রাত ৯টায় মন্ত্রিপরিষদ বিভাগ সংক্রান্ত বিষয়াদি নিয়ে ডিসিদের সঙ্গে বৈঠক করেছেন মন্ত্রিপরিষদ সচিব। এরপর সেখানে ফিডব্যাক অধিবেশন ও সম্মেলনের মূল্যায়ন অনুষ্ঠিত হয়।

ডিসিদের ৩৫৪টি প্রস্তাবই পর্যালোচনা করে দেখা গেছে, প্রস্তাবের মধ্যে শিক্ষা খাতকে বেশ গুরুত্ব দিয়েছেন ডিসিরা। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত ১৭টি প্রস্তাব দিয়েছেন তারা। বগুড়ার ডিসি বগুড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব দিয়েছেন। বগুড়ায় একটি টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) স্থাপনের প্রস্তাবও দিয়েছেন তিনি।

আরও পড়ুন

এদিকে জেলায় স্কুল-কলেজ এমপিওভুক্তি ও জাতীয়করণে জেলা প্রশাসকের মতামতের পক্ষে প্রস্তাব তুলে ধরেছেন বরিশালের ডিসি। ইবতেদায়ি মাদ্রাসা সরকারীকরণের পক্ষে যুক্তি তুলে ধরে প্রস্তাব দিয়েছেন সাতক্ষীরার ডিসি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদবি পরিবর্তন করে ‘উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা’ করার প্রস্তাব দিয়েছেন ৫ জন ডিসি। প্রতিটি জেলায় একজন ‘মানসিক রোগ বিশেষজ্ঞ’ এর পদ সৃজন। প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরে বলা হয়েছে, মানসিক স্বাস্থ্যসেবার চাহিদা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। দেশের সব অঞ্চলে মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত মানুষদের জন্য দ্রুত ও কার্যকর চিকিৎসাসেবা প্রাপ্তি নিশ্চিত করা।

এবারের সম্মেলনে পর্যটনের বিকাশে ৭টি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছেন ডিসিরা। এর মধ্যে কয়েকটি পর্যটন কেন্দ্র নতুন করে নির্মাণের পাশাপাশি পুরোনোগুলো সংস্কার ও সুযোগ-সুবিধা বাড়ানোর পক্ষে তারা যুক্তি দিয়েছেন।

হার্ডিঞ্জ ব্রিজের পার্শ্বে একটি পর্যটনকেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়ে পাবনার ডিসি বলেছেন, বর্ষা মৌসুমে এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাওয়ায় হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় প্রতিদিন অনেক পর্যটকের সমাগম হয়। পর্যটনকেন্দ্র হলে দেশের রাজস্ব আয় বাড়বে। সুনামগঞ্জে বিভিন্ন হাওরে দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব ওয়াটার ভিলেজ নির্মাণের প্রস্তাব এসেছে ডিসির পরিকল্পনা থেকে। বারেকের টিলা থেকে লাউড়েরগড় পর্যন্ত যাদুকাটা নদীর ওপর কেবল কার নির্মাণের প্রস্তাবও দিয়েছেন সুনামগঞ্জের ডিসি। কাপ্তাই উপেজলায় আগাম পর্যটকদের জন্য পর্যটন করপোরেশন কর্তৃক পর্যটন হোটেল ও মোটেল স্থাপনের উদ্যোগ নিতে বলেছেন রাঙামাটির ডিসি। এ ছাড়া রাঙামাটি পর্যটন মোটেল সংলগ্ন অবস্থিত ঝুলন্ত ব্রিজটি পুনর্র্নিমাণের মাধ্যমে আধুনিকায়নের প্রস্তাব দিয়েছেন তিনি। উপকূলকেন্দ্রিক টুরিজম হাব প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন বরগুনার ডিসি। মনপুরা ও চরকুকরি-মুকরিতে আগাম পর্যটকদের রাতযাপন ও দুর্ভোগ লাঘবে সরকারি ব্যবস্থাপনায় রিসোর্ট স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দিয়েছেন বরিশালের ডিসি। কৃষিপ্রধান বাংলাদেশে এ খাতের উন্নয়ন নিয়ে ভেবেছেন ডিসিরা। খাস জমি দখলমুক্ত, পেঁয়াজ সংরক্ষণ ও পচনরোধে বায়ুপ্রবাহ মেশিন স্থাপনসহ প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে পারলে কৃষকরা বেশ উপকৃত হবে বলে মনে করেন তারা। রাজশাহীতে পান গবেষণা ইনস্টিটিউট স্থাপনের প্রস্তাব দিয়েছেন ডিসি। ঢাকা জেলার সাভার ও ধামরাইতে গভীর নলকূপ রিসিঙ্কিং করার প্রস্তাব দিয়েছেন ঢাকার ডিসি। রায়পুর ও রামগঞ্জের সেচ খালসমূহের সংস্কারের প্রস্তাব দিয়েছে লক্ষ্মীপুরের ডিসি। নোয়াখালীতে ৫ হাজার টন ধারণ ক্ষমতাসম্পন্ন বাফার গুদাম নির্মাণের প্রস্তাব করেছেন ডিসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

প্রায় শতাধিক শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিলো জবি রিপোর্টার্স ইউনিটি

ইন্ডিয়ার কাছে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের

ভর্তিচ্ছু শিক্ষার্থীকে সহায়তা করতে গিয়ে অভিযোগের মুখে জবি ছাত্রদল আহবায়ক

একুশে ফেব্রুয়ারি চলবে মেট্রোরেল, কর্মবিরতি স্থগিত

সাতক্ষীরায় সন্তানকে পুড়িয়ে হত্যার পর মাকে কুপিয়ে হত্যা