ভিডিও শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

হবিগঞ্জে ২৮ বস্তা চিনিসহ গ্রেপ্তার ৩

হবিগঞ্জে ২৮ বস্তা চিনিসহ গ্রেপ্তার ৩

হবিগঞ্জে ২৮ বস্তা ভারতীয় চিনিসহ ৩ পাচারকারীকে আটক করেছে জেলা গোন্দো শাখা (ডিবি)। এসময় দুটি নম্বর বিহীন টমটম অটোরিক্সা জব্দ করা হয়।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ সদর থানা এলাকার ৩নং পুল এলাকার হবিগঞ্জ নসরতপুর বাইপাস সড়কে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়।

আটককৃতরা হল- হবিগঞ্জ সদর উপজেলার তেঘিরিয়া গ্রামের মৃত আজমান উল্লার পুত্র রাহাত মিয়া (২৫), ভাদৈ এলাকার আব্দুল মিয়ার পুত্র লায়েছ মিয়া (৩০) ও লাখাই উপজেলার বুল্লা গ্রামের জিয়া উদ্দিনের পুত্র শিপন মিয়া (৩০)। 

আরও পড়ুন

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি’র (এসআই) রিপন সিংহ জানান, আমরা গোপন সংবাদের ভিতিতে জানতে পারি যে হবিগঞ্জ নসরতপুর বাইপাস সড়ক দিয়ে একদল পাচারকারি চিনি পাচার করছে। এরই প্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়ে দুইটি টমটম অটোরিক্সা আটক করে ২৮ বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ করা হয়। এসময় আটক করা হয় ৩ পাচারকারীকে। 

রিপন সিংহ বলেন, চিনি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভাবে চোরাইপথে বাংলাদেশে এনে ভারতীয় বস্তা পরিবর্তন করে দেশীয় ফ্রেস এর বস্তায় ঢুকিয়ে পাচার করছিল চক্রটি। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চিনি ছিল। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গান বাজানোর জেরে মারপিটের পর বাসর ঘর ভাঙচুর

বগুড়ার শেরপুরে বিদ্যুতায়িত হয়ে ৩ জন গুরুতর আহত

দিতিকন্যা লামিয়ার গাড়ি ও পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

নওগাঁর রাণীনগরে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ

মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশি গ্রেপ্তার

৩০ বছর পর বইমেলায় আরফানের বই ‘আমার একটু কথা ছিলো’