ভিডিও শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফিতে আজ ভারত বাংলাদেশ লড়াই

চ্যাম্পিয়নস ট্রফিতে আজ ভারত বাংলাদেশ লড়াই, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দল হিসেবে ভালো খেলাই লক্ষ্য, প্রি ম্যাচ কনফারেন্সে এমনটাই জানিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অপরদিকে, নিজেদের শক্তিমত্তা অনুযায়ী দল গঠনের কথা জানিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ এ’র খেলায় মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি।

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচটা ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। ম্যাচের আগের দিন বুধবার দলসমেত আইসিসি একাডেমি মাঠে অনুশীলন করেছেন নাজমুল হোসেন শান্তরা, রিয়াদ বাদে বাদবাকি সবাইই অংশ নিয়েছেন স্কিল প্র্যাকটিসে। প্রস্তুত যে হতেই হবে, বাংলাদেশ ভারত ম্যাচ মানেই তো উত্তেজনা, যা ছড়ায় মাঠ থেকে মাঠের বাইরে।

বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ভারত-বাংলাদেশ ম্যাচে সব সময়ই এক্সাইটমেন্ট থাকে। তবে খেলোয়াড়েরা এটা নিয়ে খুব বেশি চিন্তা করছে না। সবার মনোযোগ খেলার মধ্যেই আছে।

আরও পড়ুন

অন্যদিকে ভারত আবার অনুশীলন করেছে ম্যাচ ভেন্যুতে। বাংলাদেশের শক্তিমত্তার জায়গা যেখানে পেসাররা তখন ভারতের স্কোয়াডে পাঁচজন স্পিনার। যদিও ইনজুরির জন্য দলে নেই যাসপ্রীত বুমরাহ।

সাংবাদিকদের করা প্রশ্নে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, ৫ স্পিনার কোথায়? দলে স্পিনার দুজন, বাকিরা অলরাউন্ডার। অন্য দলগুলো বেশি পেসার নিয়েছে, আমরা স্পিনার নিয়েছি। আমরা আমাদের শক্তির দিকে নজর দিয়েছি।

উল্লেখ্য, ২০০৭ বিশ্বকাপ ছাড়া কখনোই আইসিসি ইভেন্টে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত একবারের দেখায় ভারতের বিপক্ষে হেরেছে টাইগাররা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি : ডা. শফিকুর রহমান

চার বিভাগে বৃষ্টির আভাস

বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তার ৩

‘অপারেশন প্রমিজ থ্রি’ চালানোর হুঁশিয়ারি তেহরানের

রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

‘হাসিনার পতন একদিনে ঘটেনি’