ভিডিও শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

‘গোপন বিয়ে’ নিয়ে যা বললেন চিত্রনায়িকা পপি

‘গোপন বিয়ে’ নিয়ে যা বললেন চিত্রনায়িকা পপি, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। অল্প সময়ের মধ্যে চলচিত্রে নিজের অবস্থান শক্ত করে এই অভিনেত্রী বছর পাঁচেক আগে হঠাৎ করেই আড়ালে চলে যান, যা শুরুতে স্বাভাবিক মনে করেছিলেন সিনেমা সংশ্লিষ্টরা।

তবে সময়ের পরিক্রমায় বিষয়টি নিয়ে শুরু হয় ধোঁয়াশা। পপির অন্তরালে যাওয়ার রহস্য উন্মোচন করতে গিয়ে জানা যায়-গোপনে বিয়ে, সংসার ও সন্তান আগমনের খবর। কিন্তু এ নিয়ে কখনো মন্তব্য পাওয়া যায়নি তার। সম্প্রতি পারিবারিক এক ইস্যুতে ফের আলোচনায় আসেন তিনি। তখন ধীরে ধীরে প্রেম-বিয়ে-সন্তানসহ সবই প্রকাশ্যে আসতে থাকে। আর সার্বিক পরিস্থিতি নিয়ে ভিডিও বার্তা দেন এ নায়িকা। এদিকে পপির প্রকাশ্যে আসার পর তার গোপন বিয়ের কারণ নিয়ে শুরু হয় প্রশ্নবান। সম্প্রতি এক সাক্ষাৎকারে গোপনে বিয়ে নিয়ে এ অভিনেত্রী বলেন, মোটেও বিয়ের খবর গোপন করিনি। মা-বাবা, ভাই-বোন, পরিবার, আত্মীয়-স্বজন, ইন্ডাস্ট্রির বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা সবাই আমার বিয়ের খবর জানতেন। তিনি বলেন, সিনেমার পপির ব্যাপারে সবার আগ্রহ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমারও তো ব্যক্তিগত জীবন আছে। সেই জীবনের কতটুকু আমি পাবলিকলি জানাব, কী জানাব না-তা তো একান্তই আমার ব্যাপার। এসব জানানোর জন্য কোনো বাধ্যবাধকতা নেই আমার। এ অভিনেত্রী বলেন, আমার মনে হয়েছে বিয়ের খবর পরিবার ও ইন্ডাস্ট্রির মানুষরা জানলেই চলবে। ইন্ডাস্ট্রির চিত্রনায়ক রিয়াজ, নিপুণ, ফেরদৌসসহ অনেক বন্ধুরাই জানতো।

আরও পড়ুন

প্রসঙ্গত, ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মধ্য দিয়ে পর্দায় অভিষেক হয় পপির। প্রথম সিনেমা দিয়ে সাফল্য পান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমায় কাজ করেছেন। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ ভাষার প্রতি ভালোবাসা ও চর্চা একটি জাতির পরিচয় ও সংস্কৃতির ভিত্তি গড়ে তোলে-পুলিশ সুপার, বগুড়া

নওগাঁর মান্দায় সালিসে মারধরে আহত ৩, আটক ২

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

৫২ এবং ৭১ এর অর্জন ম্লান করে দিয়েছিলো আওয়ামীলীগ : রেজাউল করিম বাদশা

বগুড়ার শিবগঞ্জে শহিদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে নাগরিক ঐক্য’র আহবায়ক ছুরিকাহত

দীর্ঘ আট মাসেও শেষ হয়নি জয়পুরহাট স্টেডিয়ামের সংস্কারের কাজ