ভিডিও শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

প্রচারে এসেই হৈ চৈ ফেলে দিয়েছে অপূর্ব-নীহা’র ‘মন দুয়ারী’

প্রচারে এসেই হৈ চৈ ফেলে দিয়েছে অপূর্ব-নীহা’র ‘মন দুয়ারী’

অভি মঈনুদ্দীন ঃ ভালোবাসা দিবসে এবার যতো নাটক প্রচারে এসেছে এবং প্রচারে আসার আগে যতো নাটক দর্শকের কাছে আলোচনায় ছিলো তারমধ্যে অপূর্ব নীহা অভিনীত ‘মন দুয়ারী’ নাটকই ছিলো সবদিক দিয়ে আলোচনায়। প্রধানত দুটি কারণ। এক, প্রথমবার এই নাটকে একসঙ্গে অভিনয় করেছেন অপূর্ব ও নীহা।

দ্বিতীয়ত নাটকটি নির্মাণ করেছেন বাংলাদেশে এই সময়ে রোমান্টিক গল্পের নাটক নির্মাণে অন্যতম একজন সেরা নির্মাতা জাকারিয়া সৌখিন।

‘মন দুয়ারী’র জন্য দর্শকের যেন অপেক্ষা আর সহ্যই হচ্ছিলো না। কারণ সবাই মনে করেছিলেন যে ‘মন দুয়ারী’ প্রচারে আসবে ভালোবাসা দিবসে। কিন্তু ভালোবাসা দিবসের চার দিন পর অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি ‘সিএমভি’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে নাটকটি। নাটকটি প্রকাশের পর এই নাটক নিয়ে দর্শকের মধ্যে বেশ হৈ চৈ পড়ে যায়। কারণ নাটকের গল্প, নাটকের লোকেশন, নাটকে বিশেষত অপূর্ব’র অন্যরকম উপস্থিতি এবং বিগত দিনে নাজনীন নীহা যতো নাটকে অভিনয় করেছেন তারমধ্যে ‘মন দুয়ারী’তে সেরা পারফর্র্ম্যান্স, নাটকের সংলাপ, ব্যাকগ্রাউণ্ড মিউজিক, দিলারা জামান’সহ নাটকের অন্যান্য শিল্পীর অভিনয়-সবমিলিয়ে যেন মন দুয়ারী’ হয়ে উঠেছে দর্শকের কাছে ভীষণ ভালোলাগার এক নাটক।

নাটকটি এরইমধ্যে ৩৩ লক্ষেরও (২০ ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত) বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। বাংলা নাটকের ইতিহাসে ‘মন দুয়ারী’ও যে আরেকটি মাইলফলক নাটক হতে যাচ্ছে তা যেন এখন থেকেই বুঝা যাচ্ছে।

আরও পড়ুন

‘মন দুয়ারী’ নাটকটি দেখার পর অনেক দর্শকই বলছেন, ‘মন দুয়ারী’ সিনেমা হলে মুক্তি দেয়া যেতে পারতো। কারণ এক ঘন্টা পয়ত্রিশ মিনিট ব্যাপ্তির এই নাটকটি অনায়াসে সিনেমা হলেও মুক্তি দেয়া যেতো। অবশ্য তাতে কিছুটা হলেও আভাস পাওয়া যাচ্ছে যে হয়তো আগামী কিছুদিনের মধ্যেই নির্মাতা জাকারিয়া সৌখিন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন এবং এই নির্মাতার প্রতি আস্থা রাখা যায় যে তিনি সিনেমা নির্মাণেও সফল হবেন। নাটকটি প্রচারে আসার পর নাটকের অন্যতম প্রধান দুই চরিত্রে অভিনয় করা অপূর্ব ও নীহা দুজনেই অবূতপূর্ব সাড়া পাচ্ছেন। অপূর্ব এই মুহুর্তে সুদূর আমেরিকায় আছেন।

অপূর্ব বলেন,‘ দর্শকের প্রতিই সবসময়ই কৃতজ্ঞতা ভালোবাসা। কারণ তাদের ভালোলাগার কথা বিবেচনা করেই আমি সবসময়ই ভালো গল্পে নিজেকে যথাযথভাবে উপস্থাপন করার চেষ্টা করি। নিজেকে যতোটা ভেঙ্গে চুরে নতুনভাবে উপস্থাপন করা যায় সেই চেষ্টাটাই আমার থাকে। মন দুয়ারী’র ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। ধন্যবাদ জাকারিয়া সৌখিন, দিলারা মা, নাজনীন নীহা’সহ নাটকে আমার সকল সহশিল্পী, ইউনিটের সবাইকে। দর্শক আমাকে বারবার তাদের ভালোবাসা ঋনী করে ফেললেন। মন দুয়ারী’তে তাদের ভালোবাসা দিয়ে আমায় মুগ্ধ করলেন।’

নাজনীন নীহা বলেন,‘ অনেক অনেক প্রত্যাশা ছিলো মন দুয়ারীকে ঘিরে। প্রচারে আসার পর থেকে চারিদিক থেকে এতো সাড়া পাচ্ছি, সত্যিই আমি অভিভূত, মুগ্ধ দর্শকের অকৃত্রিম ভালোবাসায়। ধন্যবাদ অপূর্ব ভাইয়া, সৌখিন ভাইয়া’সহ পুরো টিমকে। দর্শকের প্রতি ভালোবাসা রইলো।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ ভাষার প্রতি ভালোবাসা ও চর্চা একটি জাতির পরিচয় ও সংস্কৃতির ভিত্তি গড়ে তোলে-পুলিশ সুপার, বগুড়া

নওগাঁর মান্দায় সালিসে মারধরে আহত ৩, আটক ২

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

৫২ এবং ৭১ এর অর্জন ম্লান করে দিয়েছিলো আওয়ামীলীগ : রেজাউল করিম বাদশা

বগুড়ার শিবগঞ্জে শহিদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে নাগরিক ঐক্য’র আহবায়ক ছুরিকাহত

দীর্ঘ আট মাসেও শেষ হয়নি জয়পুরহাট স্টেডিয়ামের সংস্কারের কাজ