ভিডিও শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

বগুড়ায় ৫ম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

একটি দেশের ভাষা-সংস্কৃতি-ইতিহাস উঠে আসে চলচ্চিত্রের হাত ধরে

বগুড়ায় ৫ম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, ছবি: দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় তিন দিনব্যাপী ৫ম বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করা হয়েছে।

পুন্ড্রনগর চলচ্চিত্র সংসদ বগুড়ার আয়োজনে আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপ-পরিচালক ও পৌর প্রশাসক মাসুম আলী বেগ। সন্ধ্যায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উপদেষ্টা এড. পলাশ খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন লেখক বীর মুক্তিযোদ্ধা নজমল হক, বীট মডেল স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দিন সৈকত, বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মীর তাইফ মামুন, বগুড়া ইয়্যুথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, লেখক ও সাংবাদিক অপূর্ণ রুবেল, অনিন্দ মামুন। স্বাগত বক্তব্য রাখেন পুন্ড্রনগর চলচ্চিত্র সংসদের বিধান কৃষ্ণ রায়। উদ্বোধনী আলোচনা বক্তারা বলেন, চলচ্চিত্র দুই ধরণের। একটি বাণিজ্যিক, অপরটি আর্ট বা জীবনধর্মী। চলচ্চিত্র জীবনের কথা বলে। বাস্তবতার কথাগুলোকে উপজীব্য করে চলচ্চিত্র নির্মাণ করা হয়। একটি দেশের ভাষা, সংস্কৃতিই সবই উঠে আসে চলচ্চিত্রের হাত ধরে। তাই চলচ্চিত্র এই ধরনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে উঠে আসে আমাদের সংস্কৃতি ও ইতিহাস। বক্তারা আরও বলেন, বগুড়ার মতো একটি স্থানে গত পাঁচ বছর ধরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হচ্ছে এটি বগুড়াবাসী হিসেবে আমাদের গর্ব। আগামীতে এই চলচ্চিত্র উৎসব আরও বড় পরিসরে করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক কর্মী অলক পাল। আলোচনা পরে পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

আরও পড়ুন

উৎসব পরিচালক সুপিন বর্মন জানান, সাতটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচনের জন্য জুরি হিসেবে থাকছেন দেশ-বিদেশের স্বনামধন্য ১০জন চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী, লেখক, সাংবাদিক ও চলচ্চিত্র প্রকৌশলী। বিশ্বের ৩৩ দেশের মোট ৯৭টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচন করা হয়েছে যা গতবারের আয়োজনের দ্বিগুণ। প্রতিযোগিতামূলক এই উৎসবে পাঁচ দেশের মোট ৪৫ জন চলচ্চিত্র নির্মাতা, কলাকুশলী ও কর্মী উৎসবে উপস্থিত ছিলেন। উৎসবের জন্য নির্বাচিত চলচ্চিত্রগুলো জেলা শিল্পকলা একাডেমিতে এবং মধুবন সিনেপ্লেক্সে একযোগে সকাল ১০ থেকে ৯টা প্রদর্শন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর মান্দায় সালিসে মারধরে আহত ৩, আটক ২

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

৫২ এবং ৭১ এর অর্জন ম্লান করে দিয়েছিলো আওয়ামীলীগ : রেজাউল করিম বাদশা

বগুড়ার শিবগঞ্জে শহিদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে নাগরিক ঐক্য’র আহবায়ক ছুরিকাহত

দীর্ঘ আট মাসেও শেষ হয়নি জয়পুরহাট স্টেডিয়ামের সংস্কারের কাজ

পরকীয়ার জেরেই স্বামী-সন্তানের হাতে বলি স্কুল শিক্ষিকা মিলি