ভিডিও শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

অন্ধকারের পরে আলো আসে: কারিনা

কারিনা কাপুর

বিনোদন ডেস্ক : সাইফ আলী খানের ওপর হামলার ঘটনার এক মাস কেটে গেছে। হাসপাতাল থেকে অভিনেতার বাড়ি ফেরার পর স্বাভাবিক ছন্দে ফিরেছেন এ তারকা দম্পতি।

সম্প্রতি নতুন সিনেমা ‘জুয়েল থিফ’- এর প্রচারে যোগ দিয়েছিলেন সাইফ। অন্যদিকে, কারিনা সংসার দেখভালের পাশাপাশি নিজের কাজও করছেন।

বুধবার রাতে অভিনেত্রী তার ইনস্টাগ্রামে নিজের কয়েকটি ছবিও শেয়ার করেছেন। তবে ছবির থেকেও বেশি সবার দৃষ্টি আকর্ষণ করেছে তার পোস্টের ক্যাপশন। যেখানে কঠিন সময় কাটিয়ে ছন্দে ফেরার কথা উল্লেখ করেছেন কারিনা।

অভিনেত্রী লিখেছেন, ‘অন্ধকারের পরে আলো আসে। নেতিবাচক বিষয়কে পিছনে ফেলে আনন্দে মেতে উঠুন। আমার প্রিয় মানুষদের সঙ্গে ভালোবাসার মুহূর্ত উদ্ধসঢ়;‌যাপন করছি। ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা সম্ভব।’

আরও পড়ুন

বুধবার রাতে পারিবারিক এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিল পুরো কাপুর পরিবার। কাপুর পরিবারের পাশাপাশি তাদের ঘনিষ্ঠ বন্ধুরাও এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। যে অনুষ্ঠানের কিছু ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখা গেছে করিনা কাপুর খান, কারিশমা কাপুর, আলিয়া ভাট এবং রণবীর কাপুরকে একসঙ্গে নাচতে।

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি সাইফ আলী খানের ওপর হামলা চালায় এক দুষ্কৃতকারী। এ ঘটনার পর, কারিনা এবং সাইফও বাড়ির নিরাপত্তা জোরদার করেছেন। এমনকি, দুই ছেলের ছবি তুলতেও নিষেধ করেছিলেন পাপারাজ্জিদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে আবারও নতুন করোনা ভাইরাসের সন্ধান

বগুড়া শহরের ৫০ হাজার গ্রাহক দিনভর বিদ্যুৎবিহীন

রমজান ও গরমে লোডশেডিং হবে না : বিদ্যুৎ উপদেষ্টা

ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন করা বিএনপি’র পক্ষেই সম্ভব : তারেক রহমান

শেফিল্ডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার এখন হামজা

উর্বশীর তিন মিনিটের মূল্য তিন কোটি রুপি