ভিডিও শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

বগুড়ার শিবগঞ্জে শহিদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে নাগরিক ঐক্য’র আহবায়ক ছুরিকাহত

বগুড়ার শিবগঞ্জে শহিদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে নাগরিক ঐক্য’র আহবায়ক ছুরিকাহত। প্রতীকী ছবি

শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যর আহবায়ক শহিদুল ইসলাম (৪৫) দুর্বৃত্তের হাতে ছুরিকাহত হয়েছেন। ২১ ফেব্রুয়ারি উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে নেতা কর্মীদের নিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে তিনি এই হামলার শিকার হোন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়,২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা নাগরিক ঐক্যর আহবায়ক শহিদুল ইসলাম দলীয় নেতা কর্মীদের নিয়ে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ শেষে শহিদ মিনার চত্বর ত্যাগ করার সময় হঠাৎ করে ধর ধর আওয়ামীলীগ ধর শ্লোগান দিয়ে কিছু লোক তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা শহিদুল ইসলামের বাম চোখের উপরের অংশে ও বাম পায়ের উরুর উপরের অংশে ছুরিকাঘাত করে। এসময় অন্যান্যরাও আঘাত প্রাপ্ত হয়। পরে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, ও শিবগঞ্জ অফিসার ইনচার্জ শিবগঞ্জ থানা মো: শাহীনুজ্জামান, দেখতে যান এবং চিকিৎসার খোঁজ খবর নেন। এসময়  নেতাকর্মীরা এ হামলার সুষ্ঠু বিচার এবং দোষীদের শাস্তি দাবী করেন।

আরও পড়ুন

এ দিকে শুক্রবার দুপুরে শহিদুল ইসলামকে হাসপাতালে দেখতে যান উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। তিনি তার চিকিৎসার খোঁজ খবর নেন। এদিকে হামলার বিষয়ে শহিদুল ইসলাম বলেন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন শেষে ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে বিএনপি ও অঙ্গ সহযোগী নেতৃবৃন্দ আমাদের উপর হামলা চালায় । তবে এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল ওহাব বলেন, হামলার বিষয়ে বিএনপি বা সহযোগী সংগঠনের কোন নেতা-কর্মী জড়িত নয়। তিনি বলেন,তাদের দলীয় কোন্দলের ফলেই এই হামলার ঘটনা ঘটেছে। এব্যাপারে থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান বলেন,ঘটনার বিষয়ে এখন পর্যন্ত মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বিকেল ৪ টার দিকে উপজেলা নাগরিক ঐক্য দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষীদের শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে উপজেলা নাগরিক ঐক্য। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা নাগরিক ঐক্য নেতা এনামুল হক, সৈকত আমিন বিদ্যুৎ মাহবুব মর্শেদ হিরা, অমিত হাসান প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি : ডা. শফিকুর রহমান

চার বিভাগে বৃষ্টির আভাস

বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তার ৩

‘অপারেশন প্রমিজ থ্রি’ চালানোর হুঁশিয়ারি তেহরানের

রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

‘হাসিনার পতন একদিনে ঘটেনি’