ভিডিও শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

‘সাদী আমার জীবনে একটা জাদুর মতন!’

‘সাদী আমার জীবনে একটা জাদুর মতন!’, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : আলোচিত ঢাকাই নায়িকা পরীমনি এখন তরুণ গায়ক শেখ সাদীকে নিয়ে নতুন করে আলোচনায়। সম্প্রতি আদালত চত্বরে পরীমনির সঙ্গে দেখা যায় শেখ সাদীকে, এদিন শেখ সাদী জামিনদার হন পরীমনির। এর পর থেকে পরীমনি ও শেখ সাদী বেশ চর্চিত একটি নাম। 

শেখ সাদীর গাওয়া গান পরীমনি তার ফেসবুক ওয়ালে শেয়ার করছেন। শেখ সাদীও শেয়ার করা গানের মন্তব্যের ঘরে লাভ ইমোজি দিচ্ছেন। পাল্টা লাভ ইমোজি দিচ্ছেন পরীমনিও। দুজনে আবার মজার খুনসুটিতে মেতে উঠছেন। এতে মোটামুটি পরিষ্কার, দুজনে প্রেম করছেন। এদিকে দিন দশেক আগে শেখ সাদীর একটি পোস্ট দুজনের সম্পর্ক নিয়ে আলোচনাকে উসকে দেয়। এদিন সাদী তার ফেসবুক পোস্টে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘অন্য কোনো মেয়েকে এখন আর আমার ভালো লাগে না। পরী আমার।’

সাদীর এমন ফেসবুক পোস্টে ঢালিউড চিত্রনায়িকা পরীমনি মন্তব্য করেন। দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি পুতুলের ইমোজি জুড়ে দিয়ে লেখেন, ‘ওহ!’ কেউ কেউ বলছেন, ভালোবাসা দিবসের আগে নিজের মনের ইচ্ছা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক শেখ সাদী। জানিয়েছেন, তিনিই পরীমনির একমাত্র যোগ্য। 

গণমাধ্যমের পক্ষ থেকে পরীমনির কাছে প্রশ্ন ছিল শেখ সাদীর সঙ্গে সম্পর্কটা কী? এমন প্রশ্নে চলচ্চিত্রের আলোচিত এই তারকা দুজনের সম্পর্কের ব্যাখ্যা দিলেন এভাবে, ‘সাদী আমার জীবনে একটা জাদুর মতন! আমি মন খুলে যার সাথে নিজের কথাগুলো বলতে পারি। জীবনে খারাপ সময়ে যে পাশে থাকে, আগলে রাখে, সে তো জীবনের আশীর্বাদ হয়ে আসে। ও ঠিক তা-ই আমার কাছে। সাদী প্রসঙ্গে পরীমনি আরও বলেন, একটা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে আমার জীবন চলছে। বিপদের সময় যে পাশে থাকেন, সে জীবনের জন্য আশীর্বাদ। আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি, এখনো আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে। আমার সুখ-দুঃখের গল্পগুলো তাদের সঙ্গে শেয়ার করি। এতে আমি মানসিকভাবে ভালো থাকি।

আরও পড়ুন

তরুণ প্রজন্মের গায়ক শেখ সাদী জানান, একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরীমনির সঙ্গে বেশ আগেই পরিচয় হয়েছিল। তখন থেকে পেশাগত বিষয় নিয়ে তার সঙ্গে নিয়মিত কথাবার্তা হয়। সাদী বলেন, ‘আমিও ইন্ডাস্ট্রিতে কাজ করছি অনেক দিন হলো। পরীমনির অনেক ইতিবাচক গুণ রয়েছে। বিপদ-আপদে মানুষের পাশে থাকেন। আমি তার মঙ্গল কামনা করি সব সময়।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলার তারেক ১৫শ মিটার দৌড়ে রাজশাহী বিভাগে প্রথম

সিরাজগঞ্জের তাড়াশে শিক্ষকের বাসায় চুরি

চট্টগ্রামে দেড় ঘণ্টার চেষ্টায় জ্যাকেট তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে

হাসিনার আমলে বক্তারা মন খুলে ইসলামের কথা তুলে ধরতে পারেনি -সাবেক এম’পি মোশারফ

বগুড়ার শাজাহানপুরে ফোরকান হত্যা মামলায় আ‘লীগের ২ নেতা কর্মী গ্রেফতার

বগুড়ার রজাকপুরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত