ভিডিও রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

৩০ বছর পর বইমেলায় আরফানের বই ‘আমার একটু কথা ছিলো’

অভিনেতা আরফান আহমেদ

অভি মঈনুদ্দীন ঃ দর্শকপ্রিয় অভিনেতা আরফান আহমেদ’র লেখা দ্বিতীয় কোনো বই এবারের বইমেলায় প্রকাশ পেলো।

আজ থেকে ত্রিশ বছরেরও বেশি সময় আগে আরফান ও তার মেজ বোনে শিউলী’র লেখা প্রথম কবিতার বই ‘বিদ্রোহ প্রেম’ প্রকাশ পায়। এরপর আর আরফানের বই লেখার কোনো সুযোগ হয়ে উঠেনি, আর ইচ্ছেও করেনি।

দীর্ঘদিন পর অবশেষে এবারের বইমেলায় তার স্মৃতিচারণ মূলক একটি বই এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে। বইটির নাম ‘আমার একটু কথা ছিলো’। গত একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন একুশে গ্রন্থ মেলায় আরফানের বইটির মোড়ক উন্মোচন করেন নন্দিত দুই নাট্য পরিচালক সালাহ উদ্দিন লাভলু ও সৈয়দ শাকিল।

মূলত আরফানের এই বইটি তার দীর্ঘদিনের অভিনয় জীবনের সাথে নানান সময়ে সম্পৃক্ত থাকা অভিনয়শিল্পী, নির্মাতাদের নিয়ে। এছাড়াও আরো যাদের ভূমিকা রয়েছে তার আজকের আরফান আহমেদ হয়ে উঠার ক্ষেত্রে তাদের নিয়েও আলোচনা করা হয়েছে এই বইটিতে। তবে এক খণ্ডেই আলোচনা শেষ হবার নয় বিধায় কয়েক খণ্ডে আগামীতেও বইটি প্রকাশ পাবে বলে জানান আরফান। প্রথম খণ্ডে বিশেষত যাদের নিয়ে আরফান লিখেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সুবর্ণা মুস্তাফা, সালাহ উদ্দিন লাভলু, হানিফ সংকেত, জাহিদ হাসান, তৌকীর আহমেদ, মাহফুজ আহমেদ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, মীর সাব্বির, জয়া আহসান, জাকিয়া বারী মম’সহ আরো অনেকে।

আরও পড়ুন

আরফান আহমেদ বলেন,‘ সত্যি বলতে কী প্রথম খণ্ডে সবাইকে নিয়ে লেখা সম্ভব হয়নি। তবে আগামী খণ্ডগুলোতে একে একে সবার কথাই আসবে। পাঠকদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে বইমেলার ৩৪৬ থেকে ৩৪৯ পযন্ত স্টলে এসে আমার লেখা বইটি সংগ্রহ করার জন্য। আমার বিশ্বাস একটু ব্যতিক্রম ঘরানার লেখা এই বইটি পাঠকের ভালোলাগবে।’।

আরফান আহমেদ অভিনীত সৈয়দ শাকিল পরিচালিত ‘বোকা পরিবার’ ও সঞ্জিত সরকার পরিচালিত ‘চিটার অ্যাণ্ড জেন্টলম্যান’ আরটিভিতে প্রচার হচ্ছে। এছাড়াও আকাশ রঞ্জন পরিচালিত ‘রসের হাড়ি’ বৈশাখী টিভিতে, যুবরাজ খান পরিচালিত ‘ফুলবাহার’ দীপ্ত টিভিতে নিয়মিত প্রচার হচ্ছে। শিগগিরই প্রচারে আসছে সালাহ উদ্দিন লাভলু পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফুল গাঁও’ ধারাবাহিকটি। ৩ মার্চ জন্ম নেয়া আরফানের লেখা ‘আমার একটু কথা ছিলো’ বইটি উৎসর্গ করা হয়েছে তার মা রাশেদা আক্তার ও তার স্ত্রী শিথিল গোমেজ, দুই কন্যা শার্লিন, আর্লিন’কে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলার তারেক ১৫শ মিটার দৌড়ে রাজশাহী বিভাগে প্রথম

সিরাজগঞ্জের তাড়াশে শিক্ষকের বাসায় চুরি

চট্টগ্রামে দেড় ঘণ্টার চেষ্টায় জ্যাকেট তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে

হাসিনার আমলে বক্তারা মন খুলে ইসলামের কথা তুলে ধরতে পারেনি -সাবেক এম’পি মোশারফ

বগুড়ার শাজাহানপুরে ফোরকান হত্যা মামলায় আ‘লীগের ২ নেতা কর্মী গ্রেফতার

বগুড়ার রজাকপুরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত