ভিডিও রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

করতোয়ায় সংবাদ প্রকাশ

নওগাঁর রাণীনগরে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ

নওগাঁর রাণীনগরে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ইট ভাটা শ্রমিকদের কয়েকটি মোবাইল ও একটি স্লাই রেন্স চুিরর অভিযোগে মারপিট করে মাথার চুল ন্যাড়া করে দেওয়ার ঘটনার ৩দিন পর ভুক্তভোগী সজীব বাদি হয়ে ৮জনের বিরুদ্ধে আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ বলছে ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

জানা যায়, উপজেলার নগর ব্রিজ এলাকার শহিদুলের ইট ভাটার কয়েকজন শ্রমিকের পর্যায়ক্রমে প্রায় ৫টি মোবাইল ফোন চুরি হয়ে যায়। গত বৃহস্পতিবার সকালে শ্যালো মেশিন মেরামতের একটি বড় স্লাই রেন্স ভাটা থেকে হারিয়ে যায়। এমন ঘটনা বারবার ঘটার কারণে একরামুলসহ অন্য শ্রমিকদের সন্দেহের তীর ওই ভাটার আরেক শ্রমিক সজীবের দিকে।

গত বৃহস্পতিবার সকাল ৯টায় একরামুল নামের এক শ্রমিক সরদার সজীবকে এই চুরি যাওয়া ঘটনার জিজ্ঞাবাদে এক পর্যায় ওই ভাটার ম্যানেজার রয়েলসহ ৪/৫জন মিলে সজীবকে মারপিট করে। চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওই ভাটার ম্যানেজার রয়েল স্থানীয় নগর ব্রিজ বণিক সমিতির সভাপতি আব্দুল জলিলের হাতে সজীবকে তুলে দেয়। সেখানেও চড়থাপ্পর মেরে ফোনগুলো উদ্ধারের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এর মধ্যে ঘটনাস্থলে শত শত জনতা উপস্থিত হয়।

আরও পড়ুন

সজীবের বিরুদ্ধে প্রচোলিত আইনগত ব্যবস্থা গ্রহণ না করে বণিক সমিতির সভাপতি আব্দুল জলিল স্থানীয় নাপিত প্রদীপের সেলুনে নিয়ে শাস্তি স্বরুপ সজীবের মাথা ন্যাড়া করে দেয়। এই ঘটনা দৈনিক-করতোয়া পত্রিকায় সংবাদ প্রকাশ হলে আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের পরপরই রাণীনগর থানা পুলিশ ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোসলেম উদ্দিন জানান, ফোন চুরির অপবাদে সজীব নামে এক ভ্যান শ্রমিকের মাথা ন্যাড়া করে দেওয়া ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে তদন্ত কাজ শুরু করা হয়েছে। সত্যতা পেলেই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলার তারেক ১৫শ মিটার দৌড়ে রাজশাহী বিভাগে প্রথম

সিরাজগঞ্জের তাড়াশে শিক্ষকের বাসায় চুরি

চট্টগ্রামে দেড় ঘণ্টার চেষ্টায় জ্যাকেট তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে

হাসিনার আমলে বক্তারা মন খুলে ইসলামের কথা তুলে ধরতে পারেনি -সাবেক এম’পি মোশারফ

বগুড়ার শাজাহানপুরে ফোরকান হত্যা মামলায় আ‘লীগের ২ নেতা কর্মী গ্রেফতার

বগুড়ার রজাকপুরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত