ভিডিও রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

বগুড়ার ধুনটে বিয়ে বাড়িতে কনের মামির শ্লীলতাহানি, ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার ধুনটে বিয়ে বাড়িতে কনের মামির শ্লীলতাহানি, ব্যবসায়ী গ্রেফতার। প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে বিয়ে বাড়িতে কনের মামিকে (১৯) শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় রাকিব হাসান (৩২) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। রাকিব হাসান উপজেলার পূর্বগুয়াডহরী গ্রামের শাহাদত হোসেনের ছেলে। সে গোসাইবাড়ি সাতমাথা এলাকায় গবাদিপশুর ওষুধ বিক্রেতা।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার পূর্বগুয়াডহরী গ্রামে শ্লীলতাহানির শিকার ওই গৃহবধূর স্বামী ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। সেই সুবাদে গৃহবধূর স্বামী ঢাকায় অবস্থান করেন। এ অবস্থায় ওই গার্মেন্টস কর্মীর ভাগ্নির বিয়ে অনুষ্ঠানের তদারকি করে ব্যবসায়ী রাকিব হাসান। এই বিয়ের বিষয়টি নিয়ে রাবিক হাসান গার্মেন্টস কর্মীর বাড়িতে অবাধে যাতায়াত করতে থাকে। গত ১৭ ফেব্রুয়ারি রাতে গার্মেন্টস কর্মীর ভাগ্নির বিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

পরিবারের লোকজন গার্মেন্টস কর্মীর ভাগ্নিকে বরের বাড়িতে পাঠিয়ে দেয়। পরের দিন বিয়ে বাড়ি থেকে আত্মীয়-স্বজন চলে যান। তখন গার্মেন্টস কর্মীর স্ত্রী বাড়িতে একা ছিলেন। এ সুযোগে ১৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টায় রাকিব হাসান ওই বাড়িতে গিয়ে ঘরের বারান্দায় ওই গৃহবধূর শ্লীলতাহানি করতে থাকে। এ সময় ওই গৃহবধূর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছলে রাকিব হাসান কৌশলে সটকে পড়ে।

আরও পড়ুন

এ ঘটনায় শ্লীলতাহানির শিকার ওই গৃহবধূ বাদি হয়ে রাকিব হাসানের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ ২১ ফেব্রুয়ারি রাতে গোসাইবাড়ি সাতমাথা এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাকিব হাসানকে গ্রেফতার করেছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলার তারেক ১৫শ মিটার দৌড়ে রাজশাহী বিভাগে প্রথম

সিরাজগঞ্জের তাড়াশে শিক্ষকের বাসায় চুরি

চট্টগ্রামে দেড় ঘণ্টার চেষ্টায় জ্যাকেট তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে

হাসিনার আমলে বক্তারা মন খুলে ইসলামের কথা তুলে ধরতে পারেনি -সাবেক এম’পি মোশারফ

বগুড়ার শাজাহানপুরে ফোরকান হত্যা মামলায় আ‘লীগের ২ নেতা কর্মী গ্রেফতার

বগুড়ার রজাকপুরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত