ভিডিও রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

র‌্যাব-১২ বগুড়ার অভিযান

র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির সময় প্রতারক চক্রে ৩ সদস্য গ্রেফতার

র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির সময় প্রতারক চক্রে ৩ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির সময় চাকরিচ্যুৎ দুই সেনা সদস্যসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ভূয়া আইডি কার্ড ও মোটরসাইকেল জব্দ করে র‌্যাব-১২ এর অভিযানিক দল।

গ্রেফতারকৃতরা হলো, বগুড়ার গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা এলাকার ইদ্রিশ আলীর ছেলে আরমান আলী (৩৮), ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মানিক তালুকদারের ছেলে মামুন হোসেন তালুকদার (৩৭), ও গাবতলী উপজেলার গজারিয়া সোনারায় এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে মোয়াজ্জেম হোসেন (৪৫)।

র‌্যাব-১২ বগুড়া কার্যালয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে গাবতলী উপজেলার জাইগুলী গ্রামের আজগর আলীর ছেলে রঞ্জু মিয়াকে অপরিচিত  মোবাইল নম্বর থেকে র‌্যাব পরিচয় দিয়ে বলে তোমার নামে র‌্যাব অফিসে অভিযোগ রয়েছে র‌্যাব তোমাদের বাড়িতে অভিযান পরিচালনা করবে। অভিযোগ হতে বাঁচতে হলে তাকে ১ লাখ টাকা দিতে হবে।

আরও পড়ুন

পরদিন টাকা নিয়ে র‌্যাব অফিসের সামনে আসতে হবে। পরবর্তীতে ভিকটিম বিষয়টি র‌্যব-১২, বগুড়ায় অভিযোগ দায়ের করেন। পরদিন শুক্রবার সকাল ১০টার দিকে র‌্যাবের একটি অভিযানিক দল বগুড়া শহরের কলোনী জেলা শিক্ষা অফিসের সামনে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের ওই তিন সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য যে, ১ নং ও ২ নং আসামী চাকুরীচ্যুত সেনা সদস্য এবং তারা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে চাঁদাবাজি ও প্রতারণা করে আসছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলার তারেক ১৫শ মিটার দৌড়ে রাজশাহী বিভাগে প্রথম

সিরাজগঞ্জের তাড়াশে শিক্ষকের বাসায় চুরি

চট্টগ্রামে দেড় ঘণ্টার চেষ্টায় জ্যাকেট তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে

হাসিনার আমলে বক্তারা মন খুলে ইসলামের কথা তুলে ধরতে পারেনি -সাবেক এম’পি মোশারফ

বগুড়ার শাজাহানপুরে ফোরকান হত্যা মামলায় আ‘লীগের ২ নেতা কর্মী গ্রেফতার

বগুড়ার রজাকপুরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত