ভিডিও রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

হাসিনার আমলে বক্তারা মন খুলে ইসলামের কথা তুলে ধরতে পারেনি -সাবেক এম’পি মোশারফ

হাসিনার আমলে বক্তারা মন খুলে ইসলামের কথা তুলে ধরতে পারেনি -সাবেক এম’পি মোশারফ

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এম’পি মো.মোশারফ হোসেন বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার ১৫ বছরের শাসন আমলে দেশে গণতন্ত্র না থাকায় তাফসীরুল কোরআন মাহ্ফিলসহ ইসলামী জালসায় বক্তারা মন খুলে ইসলামের কথা মানুষের কাছে তুলে ধরতে পারেননি। শুধু তাই নয় দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়াসহ দীর্ঘ দিন ধরে এক নায়কতন্ত্র কায়েম করেছিলো।

আন্দোলনের মাধ্যমে আমাদের দেশ এখন স্বৈরাচার মুক্ত হয়েছে। আর এখনই সময় এসেছে আগামি দিনে এ দেশকে রক্ষা করাসহ সুন্দরভাবে পরিচালনা করার। গতকাল শুক্রবার রাতে বগুড়া জেলার কাহালু থানার অভ্যন্তরে শাহ্ সুফি হযরত সৈয়দ কালু পীরের (রাহ:) মাজার শরীফ প্রাঙ্গনে ৪২ তম  তাফসীরুল কোরআন মাহ্ফিল ও ইছালে সওয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহ্ফিলে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী। মাহ্ফিলের  প্রধান বক্তা ছিলেন ঢাকার গুলশান-১ জামে মসজিদের খতিব মাওলানা মো.আব্দুল আজিজ জিহাদ।

আরও পড়ুন

এছাড়া বক্তব্য রাখেন সাভারের আশুলিয়া বাসস্ট্যান্ড জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ নিজামী, কাহালু থানা জামে মস্জিদের খতিব মাওলানা মো. ইলিয়াস হোসাইন রাশেদী এবং মুরইল ইউনিয়নের শিতলাই দেওয়ানতলা মাজার মসজিদের পেশ ইমাম হাফেজ মো. রমজান আলী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান, জেলা বিএনপি’র সহ-সভাপতি ফরিদুর রহমান ফরিদ, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেয়র মো.আব্দুল মান্নান, মো.আনিছার রহমান আনিছ, মো.তোফাজ্জল হোসেন আজাদ, হাফিজার রহমান বাবু, আব্দুল মোমিন, আব্দুল করিম, জামায়াত নেতা  মাওলানা আব্দুস শাহীদ খাঁন, মাওলানা আব্দুল হাকিম সরকার, মো. শহীদুল্লাহ, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ.কে.এম. রেজাউল আখলাক প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলার তারেক ১৫শ মিটার দৌড়ে রাজশাহী বিভাগে প্রথম

সিরাজগঞ্জের তাড়াশে শিক্ষকের বাসায় চুরি

চট্টগ্রামে দেড় ঘণ্টার চেষ্টায় জ্যাকেট তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে

হাসিনার আমলে বক্তারা মন খুলে ইসলামের কথা তুলে ধরতে পারেনি -সাবেক এম’পি মোশারফ

বগুড়ার শাজাহানপুরে ফোরকান হত্যা মামলায় আ‘লীগের ২ নেতা কর্মী গ্রেফতার

বগুড়ার রজাকপুরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত