ভিডিও রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

এভারটনের মাঠে নাটকীয় ড্র ম্যানইউ’র

এভারটনের মাঠে নাটকীয় ড্র ম্যানইউ’র, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : খেলার মূল সময়ের শেষ দিকে ব্রুনো ফার্নান্দেস ও ম্যানুয়েল উগার্তের গোলে এভারটনের বিপক্ষে নাটকীয়ভাবে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে ২-০ গোলে পিছিয়ে পড়ে অবশেষে ২-২ গোলে ড্র করেছে রুবেন অ্যামোরিমের শিষ্যরা।

শনিবার ঘরের মাঠ গডিসন পার্কে যোগ করা সময়ে একটি পেনাল্টি পেয়েছিল এভারটন। তবে ভিএআর পর্যালোচনা করে পেনাল্টির সিদ্ধান্ত বদলে ফেলেন রেফারি। ফলে স্বাগতিকদের জয় হাতছাড়া হয়। ১৯ মিনিটে ম্যানইউর বাজে ডিফেন্ডিংয়ের সুযোগে ফর্মে থাকা স্ট্রাইকার বেতো গোল করে এগিয়ে দেন এভারটনকে। ৩৩ মিনিটে আবদুলায়ে ডুকুরের গোলে এভারটন ব্যবধান দ্বিগুণ করলে ম্যানইউর ফেরার লড়াই আরও কঠিন হয়ে পড়ে।

বিরতির পর ম্যানইউর পারফরম্যান্সে উন্নতি ঘটে। ৭২ মিনিটে অধিনায়ক ফার্নান্দেস ফ্রি-কিক থেকে এক গোল পরিশোধ করেন। এরপর ম্যাচের শেষ দশ মিনিট বাকি (৮০ মিনিটে) থাকতে দুর্দান্ত শটে সমতা ফেরান উগার্তে (২-২)। শেষ মুহূর্তে কঠিন বিপদে পড়তে যাচ্ছিলো ম্যানইউ। ৯৫ মিনিটে ডি-বক্সের ভেতর এভারটনের অ্যাশলি ইয়াংকে হালকা স্পর্শ করে ফেলে দেন ম্যানইউর হ্যারি ম্যাগুয়ের। একে ফাউল হিসেবে চিহ্নিত করে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। এরপর পিচসাইড মনিটরে পর্যালোচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করেন রেফারি অ্যান্ড্রু ম্যাডলি; যা স্বাগতিক দলের দর্শকদের মধ্যে তীব্র হতাশার জন্ম দেয়।

আরও পড়ুন

২৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম স্থানে আছে ম্যানইউ। সমান ম্যাচে অ্যামোরিমের দলের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে ১৪তম স্থানে এভারটন। ম্যানইউ আগের ১২ লিগ ম্যাচের ৮টিতে হারে। এ সুযোগে এভারটন ম্যানইউর ওপরে চলে যায়। ২০১৩-১৪ মৌসুমের পর প্রথমবারের মতো এত ম্যাচ পরে ম্যানইউর ওপরে অবস্থান করছে এভারটন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরডিএ বগুড়ার সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালকের বিরুদ্ধে দুদক’র মামলা

জুনে পাওয়া যাবে চূড়ান্ত ভোটার তালিকা: সিইসি

ভক্তদের সুখবর দিলেন অপু বিশ্বাস

বগুড়া ইয়াকুবিয়া স্কুল ও কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে সড়ক অবরোধ

গুলিতে আহত অভিনেতা আজাদ

বগুড়ার শেরপুরে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই