ভিডিও রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

ঘরের ছেলে ইংলিশের সেঞ্চুরিতে বধ ইংলিশরা

ঘরের ছেলে ইংলিশের সেঞ্চুরিতে বধ ইংলিশরা, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ইংলিশের জন্ম ইংল্যান্ডের লর্ডসে। ১৪ বছর বয়সে তিনি অস্ট্রেলিয়া পাড়ি জমান। তিনিই গতকাল ৮৬ বলে ১২০ রানের হার না মানা ইনিংস খেলে ইংলিশদের বধ করেছেন।

তার সঙ্গে ভালো খেলেছেন ম্যাথু শট, অ্যালেক্স কেরি ও গ্লেন ম্যাক্সওয়েল। অর্ধেক শক্তির অস্ট্রেলিয়া যে কতটা ভয়ঙ্কর তা দেখিয়ে দিয়েছেন। কারণ প্যাট কামিন্স, মিশেল স্টার্ক ও জস হ্যাজলউড না থাকায় অজিরা একেবারেই নতুন এক বোলিং আক্রমণ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গেছে।

আরও পড়ুন

 লাহোরে দু’দলের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করে ওপেনার বেন ডাকেটের ব্যাটে বড় রান তোলে ইংল্যান্ড। ডাকেট ১৪৩ বলে ১৬৫ রানের ইনিংস খেলেন। ১৭ চার ও তিনটি ছক্কা মারেন। এছাড়া জো রুট ৭৮ বলে ৬৮ রান করেন। বাটলার ২৩ ও আর্চার ২১ রান করেন। জবা দিতে নেমে ২৭ রানে ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ম্যাথু শট ও লাবুশানে ৯৫ রানের জুটি গড়েন। শট ফিরে যান ৬৬ বলে ৬৩ রান করে। তার আগে লাবুশানে ৪৭ রান করে ফিরলে ম্যাচে ফেরে ইংলিশরা। কিন্তু ইংলিশ ও অ্যালেক্স কেরি ম্যাচ বের করে নেন। তারা ১৪৬ রানের জুটি গড়েন। কেরি ৬৩ বলে ৬৯ রান করেন। ইংলিশের ১২০ রানের সঙ্গে ১৫ বলে ৩২ রান করে ম্যাচ জেতান ম্যাক্সওয়েল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে আহত অভিনেতা আজাদ

বগুড়ার শেরপুরে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই

জাগতিক পুরস্কারই লুইপার কাছে স্বর্গীয়

নড়াইলে গাঁজাসহ লাল চাঁন গ্রেফতার

দারিদ্র্য দূরীকরণে যাকাতের বিকল্প নেই : ধর্ম উপদেষ্টা

জমে উঠছে বগুড়ার বই মেলা, পাঠকদের পছন্দের শীর্ষে ‘আমি পদ্মজা’