ভিডিও সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

জমে উঠছে বগুড়ার বই মেলা, পাঠকদের পছন্দের শীর্ষে ‘আমি পদ্মজা’

জমে উঠছে বগুড়ার বই মেলা, পাঠকদের পছন্দের শীর্ষে ‘আমি পদ্মজা’

স্টাফ রিপোর্টার : জমে উঠছে বগুড়ার বই মেলা। ভাষা শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিবারের মত এবারও শহরের শহিদ খোকন পার্কের কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে আয়োজন করা হয়েছে এই মেলার। জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বগুড়া জেলা শাখা এবারের বইমেলার আয়োজন করেছে। প্রথম দিন মেলায় তেমন ভিড় না লক্ষ্য করা গেলেও ২১ ফেব্রুয়ারি ছুটির দিনে মেলা জমে উঠতে দেখা যায়। ধীরে ধীরে ভিড় বাড়ছে, মেলাও জমতে শুরু করেছে।

আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) মেলার চতুর্থ দিন বিকেলে মেলায় গিয়ে দেখা যায় সকালে হওয়া বৃষ্টির কারণে মেলার মাঠে কোথাও কর্দমাক্ত আবারা কোথাও পানি জমে রয়েছে। মেলা কর্তৃপক্ষ পানি সরানোর জন্য কাজ করছেন। তবে বৃষ্টির কারণে আগের দিনের তুলনায় ভিড় কিছুটা কম লক্ষ্য করা যায়। মেলা ঘুরে ও দোকানীদের সাথে কথা বলে জানা গেছে, এবারের বইমেলায় বগুড়ার স্থানীয় লেখকদের বই তেমন নেই। তবে প্রতিবারের মত এবারও ঢাকা থেকে আসা বইগুলোই বেশি বিক্রি হচ্ছে।

প্রতিষ্ঠিত লেখকদের পাশাপাশি নতুন নতুন লেখকদের বইও বেশ চলছে। গতবারের মত এবারও বেশি বিক্রি হওয়া বইয়ের মধ্যে রয়েছে ইলমা বেহরোজের ‘আমি পদ্মজা’র দ্বিতীয় পর্ব। অন্য প্রকাশনী থেকে প্রকাশিত এই উপন্যাসটি সবচেয়ে বেশি কিনছেন নারী ক্রেতারা। এছাড়া সালমা চৌধুরীর ‘আমৃত্য ভালোবাসি তোকে’ এবং সাদাত হোসাইনের ‘তুমি সন্ধ্যা অলকান্দা’ অন্তিক মাহমুদের ‘ভুল’ এই উপন্যাসগুলো এবার বইপ্রেমীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। এছাড়া কবিতা পছন্দ করা পাঠকদের কাছে এবার জনপ্রিয়তা পেয়েছে ইমরান হোসাইন আদিবের ‘কাঠগোলাপ’ কাব্যগ্রন্থটি।

মেলায় বই কিনতে আসা আনিকা নামে এক তরুণী করতোয়া’কে জানান, গত বছর মেলা থেকে ইলমার ‘পদ্মজা’ কিনেছিলাম। এবারও তার ওই বইটিরই দ্বিতীয় পর্ব কিনেছি। আনিকা জানান, ইলমা বয়সে খুব তরুণ লেখক হলেও আমাদের মনের কথাটিই তুলে ধরেন তাই হয়তো আমাদের মত তরুণ নারী পাঠকদের কাছে তার বই ভালো লাগে। নাম প্রকাশ না করার শর্তে এক সাংস্কৃতিক কর্মী করতোয়া’কে জানান, পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বগুড়ায় বইমেলা হবে কী না সেটি নিয়েই দ্বিধা ছিলো, খুবই স্বল্প সময়ের মধ্যে এবার মেলার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া এবার যে সংগঠনটি মেলার আয়োজন করেছে, তারা প্রথম এ ধরণের আয়োজন করেছে, তাই কিছুটা ভুল-ক্রটি থাকবে, আগামিতে হয়তো আরও জমজমাট হবে বগুড়ার বইমেলাটি।

আরও পড়ুন

এবারের মেলায় ৪০টি বইয়ের স্টল রয়েছে বলে জানান আয়োজক সংগঠন জাসাসের জেলা সভাপতি ওয়াহিদ মুরাদ। তিনি বলেন, মেলার বাইরের স্টলগুলোতে খাবারসহ অন্যান্য সামগ্রীর জন্য স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। ৯দিন ব্যাপি এই মেলার আগামিকাল ৫ম দিন থেকে মেলা মঞ্চে স্থানীয় লেখকদের বইয়ের মোড়ক উম্মোচন করা হবে।

এরই মধ্যে স্থানীয় লেখকের কয়েকটি বই জমা পড়েছে। আমরা সেগুলো যাচাই-বাছাই করছি। ওই লেখকরা যাদের চান, আমরা তাদের দিয়েই মোড়ক উম্মোচন করবো। এছাড়া মেলা মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান করা হচ্ছে। আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) শিল্পকলা একাডেমি ও মৌসুমী নৃত্যাশ্রম তাদের অনুষ্ঠান মঞ্চস্থ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলো স্বর্ণের দাম, ভরি এখনও দেড় লাখের ওপরে

বগুড়ার শেরপুরে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সোনালী ব্যাংকের চুক্তি সই

দিনাজপুরের ফুলবাড়ীতে পিকনিকের বাস উল্টে আহত ১৬

চাঁপাইনবাবগঞ্জে আজহারীর মাহফিলে চুরি : ৮ নারী গ্রেফতার 

কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে বিদায়ের দুয়ারে ঠেলে সেমির পথে ভারত

বগুড়ার সোনাতলায় ইরি-বোরো’র ভর মৌসুমে শ্রমিক সংকট