ভিডিও সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

জাগতিক পুরস্কারই লুইপার কাছে স্বর্গীয়

সঙ্গীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপা

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশে এই প্রজন্মের নন্দিত শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপা স্টেজ শোতে এই সময়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রতিনিয়তই ঢাকা ও ঢাকার বাইরে স্টেজ শো’তে গানে গানে দর্শক শ্রোতাদের মুগ্ধ করছেন। সেই ধারাবাহিকতায় গেলো শনিবার রাজধানীর অদূরে পূবাইলের আপনর ভুবন’ রিসোর্টে একটি স্টেজ শো’তে অংশ নেন লুইপা। যদিওবা সেদিন আবহাওয়ার পরিস্থিতিটা ভালো ছিলো না। বিকেল থেকেই বৃষ্টির আভাস ছিলো। ঝড় বৃষ্টির মধ্যেই নির্ধারিত অনুষ্ঠানস্থলে লুইপাকে পৌঁছাতে হয়েছে এবং ঝড় বৃষ্টির মধ্যেই তাকে স্টেজ-এ উঠে গানও গাইতে হয়েছে। তার নিজের মৌলিক গান’সহ শ্রোতা দর্শকের অনুরোধেও অনেক গান গাইতে হয়েছে লুইপাকে। এই ঝড় বৃষ্টির মধ্যেও অসাধারণ পারফর্ম্যান্স করেছেন তিনি। আয়োজকদের এবং উপস্থিত সকল দর্শক শ্রোতাকে মুগ্ধ করেছেন তিনি।

অনুষ্ঠান শেষে লুইপা বলেন,‘ আমিতো ভেবেছিলাম অনুষ্ঠানই হয়তো বাতিল হয়ে যাবে। কিন্তু এতো ঝড় বৃষ্টির পরেও মানুষ অপেক্ষা করল, লুইপা লুইপা করে চিৎকার করে স্লোগান দিল, এটা তো অনেক বড় পুরস্কার। জাতীয় নয়, এই জাগতিক পুরস্কার ই আমার কাছে স্বর্গীয়। শ্রোতা দর্শকের এই ভালোবাসাকে বুকে পরম লালন করেই আগামীর পথে এগিয়ে যেতে চাই। গানে গানে আরো মুগ্ধতা ছড়াতে চাই আমার ভক্ত শ্রোতা দর্শকের মাঝে। আন্তরিক কৃতজ্ঞতা আয়োজকদের প্রতি। বিশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা লুইপা অ্যাণ্ড উইংস’র সবাইকে।’

এদিকে গেলো ২১ ফেব্রুয়ারি লুইপা গ্রীন ভিউ রিসোর্ট-এ সঙ্গীত পরিবেশন করেন। এই স্টেজ শো’তেই দুর্দান্ত পারফর্ম করেছেন লুইপা। গান গাইতে গাইতে এক সময় কোমর বেধে নেমে পড়েন, দর্শকের সঙ্গে গানে গানে মেতে উঠেন তিনি। এরইমধ্যে আরো কয়েকটি স্টেজ শোতে অংশ নিয়েছেন তিনি।

আরও পড়ুন

আবার গেলো ১৮ ফেব্রুয়ারি লুইপা আরটিভির নিয়মিত অনুষ্ঠান ‘এই রাত তোমার আমার’-এ গান গেয়েছেন। লুইপা বেশ কয়েকটি গান পরিবেশন করেছেন। শিগগরিই লুইপা’র পর্বটি আরটিভিতে প্রচার হবে।

এছাড়াও আগামী রোজায় প্রচারের জন্য এটিএন বাংলার প্রতি বছরের রোজার অনুষ্ঠান ‘স্বাদের ইফতার’ অনুষ্ঠানে লুইপা তার স্বামী দেশের প্রখ্যাত মিউজিসিয়ান মোঃ আলমগীর হোসেনকে সঙ্গে নিয়ে অংশগ্রহন করেছেন। তারও আগে মাছরাঙ্গা টিভি’তে ‘বিশেষ রাঙ্গা সকাল’ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন তিনি। যা আগামী ঈদের দিন সকালে মাছরাঙ্গা টিভিতে প্রচার হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলো স্বর্ণের দাম, ভরি এখনও দেড় লাখের ওপরে

বগুড়ার শেরপুরে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সোনালী ব্যাংকের চুক্তি সই

দিনাজপুরের ফুলবাড়ীতে পিকনিকের বাস উল্টে আহত ১৬

চাঁপাইনবাবগঞ্জে আজহারীর মাহফিলে চুরি : ৮ নারী গ্রেফতার 

কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে বিদায়ের দুয়ারে ঠেলে সেমির পথে ভারত

বগুড়ার সোনাতলায় ইরি-বোরো’র ভর মৌসুমে শ্রমিক সংকট