ভিডিও সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

বগুড়া জিলা স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বগুড়া জিলা স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়া  জিলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. ড্যানিয়েল তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  বগুড়ার জেলা প্রশাসক  হোসনা আফরোজা। এ সময় তিনি বলেন, খেলাধুলা শৃংখলা শেখায়।

খেলাধুলার সাফলতায় শুধু ব্যক্তির পরিচয়ই বহন করে না, তারা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে। এই স্কুলের যেসব প্রাক্তন ছাত্র ব্যক্তি জীবনে সফল হয়েছেন তাঁদের কথা আমরা বর্তমান ছাত্র-ছাত্রীদেরকে শোনাতে পারি। যা তাদেরকে উজ্জীবিত করবে। তাছাড়া খেলাধুলা মাদক ও অন্যান্য অপকর্ম থেকে সবাইকে দূরে রাখে। লেখাপড়া ও খেলাধুলার মাধ্যমে দেশকেও নেতৃত্ব দেবে তারা। নিজের জীবন ও জাতিকে নিরাপদ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সরকারি আজিজুল হক কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল ওয়াহেদ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান, জেলা শিক্ষা অফিসার মো. রমজান আলী আকন্দ, শিক্ষা প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান, সিজিল সার্জন প্রতিনিধি ডা. মো. আসাদুল ইসলাম।

আরও পড়ুন

প্রতিযোগিতার শুরুতেই জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয় । পরে ক্রীড়া মশাল প্রজ্জ্বলন  করা হয়। এর পরেই প্যারেড পরিচালনা হয়। প্যারেড পরিচালনা করেন দশম শ্রেণির ছাত্র সুলতান মাহমুদ পরশ। মার্চ পাস্ট এ বিএনসিসি, স্কাউট, রেড-ক্রিসেন্ট, ক্রীড়া এবং বাদক-দল অংশগ্রহণ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে গভীর রাতে ঢাবিতে বিক্ষোভ

বনশ্রীতে গুলি করে ব্যবসায়ীর কাছে থাকা ২০০ ভরি সোনা ডাকাতি

কমলো স্বর্ণের দাম, ভরি এখনও দেড় লাখের ওপরে

বগুড়ার শেরপুরে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সোনালী ব্যাংকের চুক্তি সই

দিনাজপুরের ফুলবাড়ীতে পিকনিকের বাস উল্টে আহত ১৬

চাঁপাইনবাবগঞ্জে আজহারীর মাহফিলে চুরি : ৮ নারী গ্রেফতার