ভিডিও সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনের কোন বিকল্প নেই -সাবেক এমপি লালু 

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনের কোন বিকল্প নেই -সাবেক এমপি লালু 

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনুন। মানুষ সংস্কার বোঝেনা, তারা পরিবার বোঝে। অতএব, সংস্কার সংস্কার করে সময়ক্ষেপণ করবেন না। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখুন। তাই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনের কোন বিকল্প নেই।

তিনি বলেন, বাংলাদেশে থেকে স্বৈরাচার চলে গেছে, এখনো কেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাহিরে। অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাস পার হলেও আইনশৃঙ্খলার উন্নতি হয়নি। প্রতিদিন দেখছি দেশে চুরি ডাকাতি খুন, গুম ও ধর্ষণের শিকার হয়েছে মানুষ। পলাতক শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে। অবিলম্বে শেখ হাসিনা ও তার দুর্নীতিবাজ পরিবারের সদস্য এবং তার লুটেরা বাহিনীকে বিচারের আওতায় আনতে হবে। দেশ সংস্কারের কথা সর্বপ্রথম বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছিল। দেশের প্রশাসন, নির্বাচন কমিশন সংস্কার করে সুন্দর নিরপেক্ষ নির্বাচন দিন।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহনীয় পর্যায় রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজবাড়ির আজাদী ময়দানে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকতে গিয়ে, দেশের সকল সেক্টরকে ধ্বংস করেছে। বিএনপি’র ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। অসংখ্য নেতাকর্মীকে গুম, খুন ও পঙ্গু করেছে।

আরও পড়ুন

তাই দেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছে। এখনও তার দোসররা প্রশাসনের বিভিন্ন পদে বসে আছে। এদের খুঁজে বের করতে হবে, না হলে দেশ স্বৈরাচারমুক্ত করা সম্ভব হবে না। রাজবাড়ী জেলা বিএনপি’র আহবায়ক এড. লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি এমআর ইসলাম স্বাধীন, রাজবাড়ী জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এড. আসলাম মিয়া, সদস্য সচিব এড. কামরুল আলম। জনসভায় সঞ্চালনা করেন রাজবাড়ী জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আকরাম হোসেন ও যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আ.লীগ-মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে উপদেষ্টা

মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে গভীর রাতে ঢাবিতে বিক্ষোভ

বনশ্রীতে গুলি করে ব্যবসায়ীর কাছে থাকা ২০০ ভরি সোনা ডাকাতি

কমলো স্বর্ণের দাম, ভরি এখনও দেড় লাখের ওপরে

বগুড়ার শেরপুরে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সোনালী ব্যাংকের চুক্তি সই