ভিডিও সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

বগুড়ার সোনাতলায় ইরি-বোরো’র ভর মৌসুমে শ্রমিক সংকট

বগুড়ার সোনাতলায় ইরি-বোরো’র ভর মৌসুমে শ্রমিক সংকট। ছবি : দৈনিক করতোয়া

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায়  ইরি-বোরো’র ভর মৌসুমে শ্রমিক সংকট দেখা দিয়েছে। শ্রমিক সংকটের কারণে শ্রমিকের মজুরীও বেড়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বগুড়ার সোনাতলায় এবছর ১৪ হাজার ২৬০ হেক্টর জমিতে রোবো ধান রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সরজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে কৃষকের সাথে কথা বলে জানা গেছে, এলাকার খেটে খাওয়া অসহায় ও অভাবী লোকজনগুলো এখন শহরমুখী। ওই শ্রেণির মানুষগুলো শহরে গিয়ে রিকশা, ভ্যান, চালিয়ে ভাল অর্থ উপার্জন করছেন। এদের বেশির ভাগ মানুষ রাজধানী ঢাকায় পাড়ি জমিয়েছে। তাই বগুড়ার সোনাতলায় চলতি ইরি-বোরো মৌসুমে শ্রমিক সংকট দেখা দিয়েছে।

আরও পড়ুন

ওই সব এলাকায় দিন একজন শ্রমিক ৫শ’ থেকে ৭শ’  টাকা দিন চুক্তিতে রোপা আমন ধান রোপন করছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, এই এলাকার কৃষকেরা ধানের উপর নির্ভরশীল বেশি। তারা সাথী ফসল তেমন চাষ করে না। সাথী ফসলে উৎপাদন খরচ কম, লাভ বেশি। গত বছরের তুলনায় এবার শ্রমিক সংকট। তাই কৃষককে বেশি অর্থ দিয়ে শ্রমিক সংগ্রহ করতে হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আ.লীগ-মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে উপদেষ্টা

মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে গভীর রাতে ঢাবিতে বিক্ষোভ

বনশ্রীতে গুলি করে ব্যবসায়ীর কাছে থাকা ২০০ ভরি সোনা ডাকাতি

কমলো স্বর্ণের দাম, ভরি এখনও দেড় লাখের ওপরে

বগুড়ার শেরপুরে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সোনালী ব্যাংকের চুক্তি সই