ভিডিও সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

সিলেট জামায়াত আমিরের বক্তব্যের প্রতিবাদ জানালো ছাত্রশিবির

সিলেট জামায়াত আমিরের বক্তব্যের প্রতিবাদ জানালো ছাত্রশিবির, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক: সিলেটের এমসি কলেজের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদের ওপর হামলার ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের সম্পৃক্ততার কথা উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর আমির মো.ফখরুল ইসলামের দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখা।গণমাধ্যমে প্রেরিত সিলেট মহানগর শিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক নাঈম হোসাইন স্বাক্ষরিত পত্রে  সিলেট এমসি কলেজের ঘটনায় সিলেট মহানগর জামায়াতে ইসলামী আমীরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ ও মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু যৌথ বিবৃতিতে বলেন, “সিলেটের এমসি কলেজে গত ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে শিক্ষার্থীদের পারস্পরিক দ্বন্দ্বে হাতাহাতির ঘটনায় কয়েকজন আহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে কিছু স্থানীয় রাজনৈতিক মহল ফায়দা হাসিল করতে ছাত্রশিবিরের ওপর দায় চাপিয়ে আসছে। সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলামের প্রদত্ত একটি বক্তব্য আমাদের নজরে আসে। আমরা তার এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শিক্ষার্থীদের পারস্পরিক দ্বন্দ্বকে সংঘবদ্ধ অপপ্রচারের মাধ্যমে ছাত্রশিবিরের ওপর দায় দিয়ে দেওয়ার অপচেষ্টা ইতোমধ্যে দেশবাসীর দৃষ্টিগোচর হয়েছে। সিলেট মহানগর জামায়াতের আমিরও এ অপপ্রচার দ্বারা বিভ্রান্ত হয়েছেন বলে আমরা মনে করছি। আমরা অবিলম্বে এ বক্তব্য প্রত্যাহারের জন্য আহ্বান জানাচ্ছি। প্রসঙ্গত, সিলেটের এমসি কলেজে ছাত্রাবাসে তালামীযে ইসলামিয়ার এক কর্মীকে মারধরের ঘটনায় ছাত্রশিবিরের কিছু কর্মী জড়িত বলে তালামীযে ইসলামিয়ার সঙ্গে এক বৈঠকে জানায় জামায়াতে ইসলামী। তারা এ ঘটনায় দুঃখ প্রকাশও করেন।

আরও পড়ুন

বৈঠকে সিলেট মহানগর জামাতের আমীর মো. ফখরুল ইসলাম বলেন, এমসি কলেজে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার নিন্দা জ্ঞাপন করছি, দুঃখ প্রকাশ করছি। বিশেষ করে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে সেখানে যে বাড়াবাড়িটুকু হয়েছে আমাদের দৃষ্টিতে সেখানে ছাত্রশিবিরের কিছু সংখ্যক কর্মী সেটার সাথে জড়িত। এবং যেটা করেছে সেটা অন্যায়ভাবে করেছে। এটা দুঃখজনক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দেশের স্বার্থে আবার ঐক্যবদ্ধ হই’

এবার ১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার

পুলিশের যুগ্ম কমিশনার মেহেদীকে সাময়িক বরখাস্ত 

 গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ

আজ মেহজাবীনের বিয়ে

পরিবেশ রক্ষায় গণমাধ্যমের ভুমিকা গুরুত্বপূর্ন- অতিরিক্ত জেলা প্রশাসক, টাঙ্গাইল