ভিডিও সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

‘অলিম্পিকো’ গোল করলেন নেইমার 

‘অলিম্পিকো’ গোল করলেন নেইমার, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আল হিলালের বিভীষিকাময় সময় পেছনে ফেলে চেনা ছন্দে ফিরছেন নেইমার। আল হিলালের জার্সিতে তিনি গত দুই মৌসুমে যতটুকু খেলেছেন, শৈশবের ক্লাব সান্তসে ফিরে এরই মধ্যে তার চেয়ে বেশি সময় মাঠে কাটিয়ে ফেলেছেন। আর মাঠে ফেরাটাও হয়েছে বীরের মতোই। এবার পাউলিস্তা এ-১ এর খেলায় ইন্তারন্যাসিওনাল দে লিমেইরার বিপক্ষে দেখা গেল নেইমারের জাদু। দারুণ এক গোলে তাক লাগিয়ে দিয়েছেন ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোল করা এই ফরোয়ার্ড।

রোববার এস্তাদিও মেজর জোসে লেভি সভেরিনিয়োয় ইন্তারন্যাসিওনাল দে লিমেইরাকে ৩-০ গোলে হারিয়েছে সান্তোস। এদিন দারুণ ছন্দে দেখা মিলল নেইমারের। ম্যাচের তিনটি গোলেই অবদান রেখেছেন এই ব্রাজিলিয়ান তারকা। একটি গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছেন। এর মধ্যে নেইমারের গোলটি ছিল ‘অলিম্পিকো’ গোল। সরাসরি কর্নার কিক থেকে বল জালে জড়ান এই সুপারস্টার। সান্তোসের পক্ষে বাকি গোল দুটি করেন তিকুইনহো সোয়ারেস।

আরও পড়ুন

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে সান্তোস। ফলো পায় দ্রুত। নবম মিনিটেই এগিয়ে যায় পেইজিরা। নেইমারের নেয়া কর্নারে হেড করে বল জালে জড়ান তিকুইনহো। ২৭ মিনিটে আবার কর্নার পায় সান্তোস। আবার জাদু দেখান নেইমার। এবার তার নেয়া কর্নার বাক খেয়ে সোজা জালে জড়িয়ে যায়। গোলরক্ষক ঠেকানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এই গোলের আগে মাঠের দর্শকরা নেইমারকে দুয়ো দিচ্ছিল। নেইমারও ইঙ্গিতে তাকে আরও বেশি করে দুয়ো দিতে বলেন। এরপর গোল করে মাঠের বেষ্টনীতে বসে তাদের দুয়োর জবাবও দেন। ৩২ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় সান্তোস। এই গোলের উৎস নেইমার, আর এই গোলটিও কর্নার থেকেই বানিয়ে দেন তিনি। নেইমারের নেয়া কর্নার থেকে  হেডে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন তিকুইনহো। সান্তোসে প্রত্যাবর্তনের পর এখন পর্যন্ত ৬ ম্যাচে ২ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন নেইমার। দ্বিতীয়ার্ধেও দারুণ ফুটবল খেলে সান্তোস। একাধিক গোলের সুযোগও পায় তারা। তবে আর গোল করতে পারেনি।

পাওলিস্তা এ-১ এর বি গ্রুপের শীর্ষে আছে সান্তোস। ১২ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট সংগ্রহ করেছে পেইজিরা। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ব্রাগান্তিনো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছরে ‘ধ্রুব’র ‘ধ্রুব মিউজিক স্টেশন’

বগুড়ায় মজনু-রিপুসহ ৪৮৪ জনের বিরুদ্ধে মামলা

দুই দশকেরও বেশি সময় ধরে নোবেল

বগুড়ার শাজাহানপুরে জিম্মি করে নার্সের পর্ণো ভিডিও ধারণ ও ধর্ষণের চেষ্টা, ১ জন গ্রেফতার

বিয়ে করলেন শাকিলা পারভীন

টেকনাফে অনুপ্রবেশকালে শিশুসহ ২৮ রোহিঙ্গা আটক