ভিডিও সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

‘আজাদের মুখে ঘটনার বর্ণনা শুনে শিউরে উঠেছি’

‘আজাদের মুখে ঘটনার বর্ণনা শুনে শিউরে উঠেছি’, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে আহত হন ছোট পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ। রোববার এই হামলায় আহত হন অভিনেতার মা আজিজুন্নাহার এবং স্ত্রীও রোকসানাও। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা ও তার পরিবার। চিকিৎসক জানিয়েছেন, আজাদের শরীরে তিনটি গুলি লেগেছে। 

এদিকে আজাদের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনায় উদ্বেগ ও শঙ্কার ছাপ পড়েছে তারকা অঙ্গনে। অভিনেতাকে দেখতে হাসপাতালে গেছেন তার সহকর্মীরাও। তাদের একজন অভিনেতা রওনক হাসান। সেখান থেকে আজাদের মুখে এই হামলার ঘটনা শোনেন তিনি। এক ফেসবুক পোস্টে আজাদের ছবিও পোস্ট করেন অভিনেতা রওনক হাসান। ছবিতে দেখা যায়, দুই পায়ে ব্যান্ডেজ, হাতে ক্যানোলা লাগিয়ে হাসপাতালের বেডে পড়ে আছেন অভিনেতা আজাদ। সঙ্গে রওনক লেখেন, ‘অভিনেতা আজাদ কে হাসপাতাল থেকে দেখে এলাম! ওর মুখে ঘটনার বর্ণনা শুনে শিউরে উঠেছি। এ যেনো মুভি কিংবা ওয়েব সিরিজের দৃশ্য! দুজনের হাতে পিস্তল ছিলো! ওর দিকে তাক করতেই আজাদ অসম সাহসে ওদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ধস্তাধস্তি করতে থাকলে আজাদের স্ত্রীও আজাদের সাহায্যে এগিয়ে আসে! দুজন দুই পিস্তল দিয়ে ১১ রাউন্ড গুলি করে! একটি গুলি আদরের কপাল ছুয়ে বেরিয়ে যায়! দু পায়ে তিনটি গুলি লাগে। ওর স্ত্রী ও মাথায় গুরুতর আঘাত পায়! দুজনেই হাসপাতালে ভর্তি!’ রওনক হাসান আরও লেখেন, ‘আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি। এবং অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে তাদের শাস্তি নিশ্চিত করবার জোর দাবি জানাচ্ছি।’

আরও পড়ুন

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়া জিরাবো এলাকায় অভিনেতার নিজ বাড়িতে দুর্বৃত্তরা প্রবেশ করে অভিনেতাকে গুলি করে। এসময় আজিজুরের মা আজিজুন্নাহারও আহত হন। পরে প্রতিবেশীরা আহত অবস্থায় অভিনেতা আজিজুর, তার স্ত্রী এবং মাকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বসত বাড়িতে ডাকাতির অভিযোগ

 ছাত্র জীবনেই উন্নত জীবন গড়ার প্রস্তুতি নিতে হবে : আলী আজগর হেনা

৯ বছরে ‘ধ্রুব’র ‘ধ্রুব মিউজিক স্টেশন’

বগুড়ায় মজনু-রিপুসহ ৪৮৪ জনের বিরুদ্ধে মামলা

দুই দশকেরও বেশি সময় ধরে নোবেল

বগুড়ার শাজাহানপুরে জিম্মি করে নার্সের পর্ণো ভিডিও ধারণ ও ধর্ষণের চেষ্টা, ১ জন গ্রেফতার