ভিডিও সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

বগুড়ার সারিয়াকান্দিতে ওয়াপদা হাটের জায়গা দখল নিয়ে নানা অভিযোগ

বগুড়ার সারিয়াকান্দিতে ওয়াপদা হাটের জায়গা দখল নিয়ে নানা অভিযোগ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে ওয়াপদা হাটের জায়গা দখল নিয়ে দখলদারের পক্ষে বিপক্ষে নানা অভিযোগ প্রশাসনের বিভিন্ন দপ্তরে জমা হয়েছে। সরকারি জায়গাটি অবৈধভাবে দখল করার পায়তারা করছেন স্থানীয় একটি চক্র। এ ঘটনায় এলাকায় একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯৯৭ সালের দিকে উপজেলার সদর ইউনিয়নের নিজতিত পরল, পারতিত পরল, অন্তারপাড়া, চান্দিনা নোয়ারপাড়াসহ ৫ গ্রামের মানুষ একত্রিত হয়ে গ্রামে একটি হাট বাজার বসানোর সিদ্ধান্ত গ্রহণ করেন।

সিদ্ধান্ত অনুযায়ী অন্তারপাড়া গ্রামের ঈদগাহ’র দক্ষিণ পাশে ৩ মাথায় খাসজমিতে বাজার বসানো হয়। তখন থেকে এ জায়গাটি বান্দেরহাট বা ওয়াপদা হাট নামে পরিচিত হয়। গত ১৯৯৮ সাল থেকে শুরু করে ২০০২ সাল নাগাদ অন্তারপাড়া এবং নিজ তিতপরল গ্রাম দুটি যমুনা নদীগর্ভে বিলীন হয়ে যায়। ফলে ধীরে ধীরে এ বাজারের কদর কমতে থাকে এবং একসময় এ বাজারের অস্তিত্ব বিলীন হয়ে যায়।

ফলে ওয়াপদা হাটের এ জায়গায় গ্রামবাসীর উদ্যোগে অন্তারপাড়া দারুল আরকান এবতেদায়ী মাদ্রাসা নামে একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয় গত ২০১৭ সালে। প্রতিষ্ঠানটির শিক্ষক চালুয়াবাড়ী ইউনিয়নের জয়নাল আবেদীনকে মাদ্রাসার মাঠে বসবাস করার জন্য অনুমতি দেয় এলাকাবাসী। তিনি একচালা ঘরে এখানে কয়েক বছর বসবাস করার পর গত ২০২৩ সালে গোপনে তার বসতবাড়ি স্থানীয় অন্তারপাড়া গ্রামের মৃত মজনু বেপারির ছেলে মুকুল ব্যাপারির কাছে বাড়িটি বিক্রি করে দেন।

এরপর ও-ই শিক্ষক সারিয়াকান্দি থেকে চালুয়াবাড়ী চলে যান। পরে এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে মাদ্রাসা মাঠ থেকে তার বাড়িঘর সরানোর দাবিতে গত ২০২৩ সালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বগুড়া জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে প্রাক্তন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক মাদ্রাসা মাঠ থেকে বাড়িটি সরিয়ে নেয়ার জন্য মৌখিক নির্দেশনা দেন এবং বাড়িটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

পরে এটি তোয়াক্কা না করে ওই এলাকার  মুকুল ব্যাপারি মাদ্রাসার জায়গাটির নিজের বলে দাবি করেন এবং মাদ্রাসা মাঠে বেশকিছু আম গাছ রোপণ করেন। এ ঘটনায় স্থানীয় গ্রামবাসি ক্ষিপ্ত হলে মুকুল ৪ গ্রামবাসীকে আসামি করে সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গত ১৫ ফেব্রুয়ারি ৪ গ্রামের লোকজন মিলিত হয়ে একটি বৈঠকে বসেন। বৈঠকে গ্রামবাসী মাদ্রাসা মাঠের জায়গা দখলমুক্ত করার এবং মাঠের চারদিকে সীমানা প্রাচীর নির্মানের জন্য সম্মত হন।

আরও পড়ুন

এদিকে মুকুল তার আমগাছ তুলে ফেলা হয়েছে বলে অভিযোগ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় একই গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে সাদিকুল ইসলাম স্বপন, মৃত সমেদ আলী আকন্দের ছেলে নান্টু আকন্দ এবং মৃত ছকমাল আকন্দের ছেলে রুবেল আকন্দ মুকুল ব্যাপারির নামে পৃথক ৩টি অভিযোগ দায়ের করেছেন। ফলে এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ গ্রামের বাসিন্দা সাদিকুল ইসলাম স্বপন বলেন, মুকুল ওয়াপদা হাটের জায়গা, তথা বর্তমান মাদ্রাসার মাঠ দখল করার জন্য নানাভাবে প্রতারণা চালাচ্ছে। বিষয়টি নিষ্পত্তির জন্য এবং সরকারের খাসজমি দখলমুক্ত করতে এলাকাবাসীর পক্ষে দাবি জানান। অভিযুক্ত মুকুল ব্যাপারি বলেন, হাটের এবং মাদ্রাসার জমিগুলো আমার পৈত্রিক সম্পত্তি। জমি গুলো খাস হলেও এটির প্রধান দাবিদার আমি।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, এ বিষয়ে একাধিক অভিযোগ আমরা হাতে পেয়েছি। অভিযোগগুলো তদন্তনাধীন রয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 ছাত্র জীবনেই উন্নত জীবন গড়ার প্রস্তুতি নিতে হবে : আলী আজগর হেনা

৯ বছরে ‘ধ্রুব’র ‘ধ্রুব মিউজিক স্টেশন’

বগুড়ায় মজনু-রিপুসহ ৪৮৪ জনের বিরুদ্ধে মামলা

দুই দশকেরও বেশি সময় ধরে নোবেল

বগুড়ার শাজাহানপুরে জিম্মি করে নার্সের পর্ণো ভিডিও ধারণ ও ধর্ষণের চেষ্টা, ১ জন গ্রেফতার

বিয়ে করলেন শাকিলা পারভীন