ভিডিও মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

ফিলিস্তিনিদের মুক্তিতে নতুন শর্ত দিলো ইসরায়েল

সংগৃহীত,ফিলিস্তিনিদের মুক্তিতে নতুন শর্ত দিলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : কফিনে রাখা ইসরায়েলি জিম্মিদের মরদেহ। যদিও এরমধ্যে একটি ছিল গাজার এক নারীর মরদেহ। যেটি ভুলে ইসরায়েলে পাঠানো হয়।

যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে গত শনিবার ছয় ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওইদিন দখলদার ইসরায়েলের ৬০২ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা ছিল। তবে চুক্তির শর্ত ভঙ্গ করে এখনো সেসব ফিলিস্তিনিকে মুক্তি দেয়নি তারা।

এরমধ্যে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) নতুন শর্ত দিয়েছে ইসরায়েল। তারা বলেছে, যদি হামাস তাদের আরও চার জিম্মির মরদেহ ফেরত দেয় এবং এগুলো ফেরত দেওয়ার সময় কোনো ধরনের আনুষ্ঠানিকতা না করে তাহলে আজই ৬০২ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। তারা বলেছে, নতুন শর্তের ব্যাপারে মধ্যস্থতাকারী দেশগুলোতে অবহিত করা হয়েছে। তবে মধ্যস্থতাকারী দেশগুলো কী জানিয়েছে, এ ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। এছাড়া হামাসও কোনো প্রতিক্রিয়া জানায়নি।

আরও পড়ুন

গত ১৯ জানুয়ারি দখলদার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। তিন ধাপের এ যুদ্ধবিরতিটির প্রথম ধাপ চলছে এখন। এই প্রথম ধাপে জীবিত ও মৃত ৩৩ জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে হামাসের। যা এখন পর্যন্ত পালন করেছে তারা। কিন্তু ইসরায়েল শর্ত ভঙ্গ করে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি আটকে রেখেছে। হামাস জানিয়েছে, যতক্ষণ এই বন্দিদের মুক্তি না দেওয়া হবে তারা ততদিন যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে কোনো আলোচনা করবে না। এরমধ্যে গতকাল যুদ্ধপরাধের দায়ে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুমকি দেন, তারা যে কোনে মুহূর্তের আবারও গাজায় বর্বর হামলা চালানো শুরু করবেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরাঞ্চলের লিটলম্যাগ আন্দোলনের পুরোধা কবি সরোজ দেব মারা গেছেন

সুধী সমাজের প্রচেষ্টায় করতোয়া নদীকে দখল ও দূষণ মুক্ত করা সম্ভব : করতোয়া নদী রক্ষা সম্মেলনে বক্তারা

কুড়িগ্রামের উলিপুরে দুই মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাটের ক্ষেতলালে ৯০ জন শিক্ষক-কর্মচারীর মানবেতর জীবন

আমলে চরাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে - সাবেক এমপি কাজী রফিক

বগুড়ার শেরপুরে টেন্ডার ছাড়াই ব্রিজ ভেঙে নিয়ে গেলেন ইউপি চেয়ারম্যান