ভিডিও মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

টেকনাফে অনুপ্রবেশকালে শিশুসহ ২৮ রোহিঙ্গা আটক

টেকনাফে অনুপ্রবেশকালে শিশুসহ ২৮ রোহিঙ্গা আটক

মিয়ানমার থেকে অনুপ্রবেশ কালে টেকনাফের বাহারছড়া মাথাভাঙ্গা এলাকা থেকে ২৮ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুসহ দুই দালালকে উদ্ধার করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা‌। এ সময় দুইজনকে আটক করা হয়।
 
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙা নৌঘাট এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
 
আটক দুই বাংলাদেশি হল- কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ এলাকার বাসিন্দা মৃত মহিজুল আলমের ছেলে মো. আলমগীর এবং একই উপজেলার পশ্চিম চরপাড়া এলাকার বাসিন্দা কবির আহমদের ছেলে নছরত আলী।
 
কোস্টগার্ড সূত্রে জানা যায়, সোমবার দুপুরে টেকনাফে বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা উপকূলীয় এলাকা দিয়ে একটি মাছ ধরার ট্রলার ও দুই জন বাংলাদেশিসহ ৩০ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু অনুপ্রবেশ করে। এমন সংবাদে স্থানীয়দের সহযোগিতায় রোহিঙ্গাদের উদ্ধার করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। আটকদের মধ্যে দুই বাংলাদেশিসহ ১০ জন পুরুষ, ৫ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে। 
 
আটক রোহিঙ্গাদের বিজিবির কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কোস্টগার্ড।
 
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ২৮ জন রোহিঙ্গা নাগরিক উদ্ধার ও দুইজন দালালকে আটকের খবর শুনেছি। বিষয়টি নিয়ে বিজিবি ও কোষ্টগার্ড কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরাঞ্চলের লিটলম্যাগ আন্দোলনের পুরোধা কবি সরোজ দেব মারা গেছেন

সুধী সমাজের প্রচেষ্টায় করতোয়া নদীকে দখল ও দূষণ মুক্ত করা সম্ভব : করতোয়া নদী রক্ষা সম্মেলনে বক্তারা

কুড়িগ্রামের উলিপুরে দুই মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাটের ক্ষেতলালে ৯০ জন শিক্ষক-কর্মচারীর মানবেতর জীবন

আমলে চরাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে - সাবেক এমপি কাজী রফিক

বগুড়ার শেরপুরে টেন্ডার ছাড়াই ব্রিজ ভেঙে নিয়ে গেলেন ইউপি চেয়ারম্যান