ভিডিও মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

বিয়ে করলেন শাকিলা পারভীন

বিয়ে করলেন শাকিলা পারভীন

অভি মঈনুদ্দীন ঃ দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী শাকিলা পারভীন বিমান বাংলাদেশ’র কেবিন ক্রু’ আরবিন খান সোহানকে বিয়ে করেছেন।

গতকাল সম্বার (২৩ ফেব্রুয়ারি) মূলত শাকিলা পারভীন ও আরবিন খান সোহানের অ্যানগেজম্যান্ট হবার কথা ছিলো। কিন্তু শাকিলার বাবা দীর্ঘদিন ধরেই ভীষণ অসুস্থ। তাই তার বাবার দিকটা বিবেচনা করেই পাত্র পক্ষ ২৩ ফেব্রুয়ারি অনকেটা হঠাৎ করেই আকদ করে ফেলেন। শাকিলা পারভীন ও আরবিন সোহানের পরিচয় দীর্ঘ আট বছর ধরে। দু’জন দু’জনকে জানতেন চিনতেন ভালোবাসতেন। সেই ভালোলাগা থেকেই দুজন হয়ে গেলেন দুজনার। আরবিন সোহানকে স্বামী হিসেবে পেয়ে ভীষণ খুশী শাকিলা পারভীন ।

শাকিলা পারভীন বলেন,‘ মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা যে তিনি আমাকে জীবনসঙ্গী হিসেবে আরবিনকে আমার জীবনের সাথে সম্পৃক্ত করেছেন। আমি যে সত্যিই কতোটা খুশী তা ভাষায় প্রকাশ করতে পারবোনা। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন ভালো রাাখেন আর আমরা যেন সুখে দুঃখে সারাটি জীবন একসাথে কাটিয়ে দিতে পারি। আারবিন খুউব ভালো মনের একজন মানুষ। আমাকে খুউব বুঝে। এমন মানুষ অনেকেরই আরাধনার। আমিও তাকে অনেক আরাধনা করেই পেয়েছি।’

আরও পড়ুন

শাকিলা পারভীন সবচেয়ে বেশি আলোচনায় আসেন ২০২৮ সালে ‘তোর মন পাড়ায়’ গানটিতে মডেল হয়ে। এরপর আরো বহু মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি। সর্বশেষ তার অভিনীত আলোচিত নাটক ‘সেইম সেইম বাট ডিফারেন্ট’। এতে তিনি মোশাররফ করিমের বিপরীতে অনবদ্য অভিনয় করেছেন। নাটকটি নির্মাণ করেছেন মেহেদী রনি। নাটকটি রচনা করেছেন রাজীবুল ইসলাম রাজীব। ১৯ ফেব্রুয়ারি ইউটিউবে প্রকাশিত এই নাটকটি এরইমধ্যে ১১ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরাঞ্চলের লিটলম্যাগ আন্দোলনের পুরোধা কবি সরোজ দেব মারা গেছেন

সুধী সমাজের প্রচেষ্টায় করতোয়া নদীকে দখল ও দূষণ মুক্ত করা সম্ভব : করতোয়া নদী রক্ষা সম্মেলনে বক্তারা

কুড়িগ্রামের উলিপুরে দুই মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাটের ক্ষেতলালে ৯০ জন শিক্ষক-কর্মচারীর মানবেতর জীবন

আমলে চরাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে - সাবেক এমপি কাজী রফিক

বগুড়ার শেরপুরে টেন্ডার ছাড়াই ব্রিজ ভেঙে নিয়ে গেলেন ইউপি চেয়ারম্যান