ভিডিও মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

দুই দশকেরও বেশি সময় ধরে নোবেল

আদিল হোসেন নোবেল

অভি মঈনুদ্দীন ঃ আদিল হোসেন নোবেল, দেশের সর্বজন স্বীকৃত নাম্বার ওয়ান পারফর্মার। খুউব সাধারনভাবে বলতে গেলে যাকে আমরা দেশের নাম্বার ওয়ান মডেল হিসেবেই চিনি জানি। স্টেজ, টেলিভিশন, বিজ্ঞাপন এবং অভিনয়ে বিগত তিন দশকেরও বেশি সময় ধরে যিনি এ দেশের কোটি কোটি দর্শকের মাঝে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন। এতোটা বছর পরে এসেও মডেল হিসেবে কারো নাম নিতে গেলে একজন আদর্শ মডেল হিসেবে কিংবা মডেলিং জগতের সেরা নাম হিসেবে নোবেলর নামটিই আসে সবার আগে।

বহু বছর ধরেই তিনি তার নিজেবে যথযাথভাবে মেইনটেইন করে আসছেন বলেই আজও তিনি তার অবস্থানে অটুট আছেন। বিজ্ঞাপনের মডেল হিসেবে আগের মতো একের পর এক কাজ যে করছেন এমনটি নয়। আবার সাম্প্রতিক সময়ে এসে তাকে অভিনয়েও দেখা যাচ্ছেনা। সবমিলিয়ে ভিজ্যুয়াল মিডিয়ায় নোবেলের উপস্থিতি খুউব বেশি নেই। কিন্তু তারপরেও নোবেলে দেশের নাম্বার ওয়ান মডেল বা পারফর্মার। মাঝে মাঝে কিছু কাজ করেন যা নোবেল ছাড়া ভাবাই সম্ভব নয়। ঠিক তেমনটাই কখনো ভাবেনা দেশের খ্যাতনামা ফ্যাশন হাউজ ‘ইনফিনিটি’। বিগত দুই দশকেরও বেশি সময় ধরে টানা শুধু এই ফ্যাশন হাউজেরই কাজ করে যাচ্ছেন তিনি। মাঝে অনেক ফ্যাশন হাউজেরই কাজ এসেছে। ‘ইনফিনিটি’র পক্ষ থেকে যে কোনোরকম চুক্তি ছিলো বা নিষেধ ছিলো, এমনটা নয়। কিন্তু তারপরেও সেসব প্রতিষ্ঠানের সাথে কাজ করেননি নোবেল। তিনি কাজ করার স্বাচ্ছন্দ্যতা খুঁজে পান ‘ইনফিনিটি’র সঙ্গেই।এরইমধ্যে নোবেল ‘ইনিফিনিটি’র আগামী ঈদ কালেকশনস’র কাজে অংশ নিয়েছেন। তবে বিজ্ঞাপনে টুকটাক নোবেলকে এখনো দেখা গেলেও নাটকে আপাতত আর দেখা যাচ্ছেনা।

নতুন কাজ এবং নাটকে অভিনয় প্রসঙ্গে নোবেল বলেন,‘ ইনফিনিটির সঙ্গে বিগত দুই দশকেরও বেশি সময় ধরে আমার কাজ করা। দীর্ঘ সময় ধরে কাজ করতে করতে তাদের সঙ্গে সম্পর্কটা অনেকটাই পারিবারিক হয়ে উঠেছে। আমাকে ঘিরে তাদের স্পেশাল প্ল্যান থাকে সবসময়, আমিও কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। যথারীতি আগামী ঈদের জন্য তাদের কাজ করেছি। রাজধানীর বনানী শেরাটনে কাজ হয়েছে এবার। আমাকে নিয়ে তাদের প্ল্যান, পুরো ইউনিটের আন্তরিকতা এবং ভীষণ পরিপাটি গুছানো কাজ তাদের। সবমিলিয়ে তাদের সঙ্গে কাজ করে আমি সন্তুষ্ট থাকি। আর আমি কিন্তু অভিনয়ের মানুষ নই। যা করেছি আসলে অনুরোধে করেছি। করতে করতে দেখলাম যে অনেক নাটকেই অভিনয় করা হয়েছে। তাতে আমার কাছে মনে হলো যে এটা ওভার ডো হয়ে যাচ্ছে। যে কারণে এখন আর অভিনয় করছিনা। তাছাড়া এরইমধ্যে কিছু স্ক্রিপ্ট এসেওছিলো। তাতে আমার কাছে নতুন কিছুই মনে হলোনা যা দেখার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করবে।’

আরও পড়ুন

আফজাল হোসেনের নির্দেশনায় নোবেল প্রথম ‘আজাদ বলপেন’র বিজ্ঞাপনে মডেল হন। তার অভিনীত প্রথম নাটক ছিলো আতিকুল হক চৌধুরীর ‘প্রাচীর পেরিয়ে’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরাঞ্চলের লিটলম্যাগ আন্দোলনের পুরোধা কবি সরোজ দেব মারা গেছেন

সুধী সমাজের প্রচেষ্টায় করতোয়া নদীকে দখল ও দূষণ মুক্ত করা সম্ভব : করতোয়া নদী রক্ষা সম্মেলনে বক্তারা

কুড়িগ্রামের উলিপুরে দুই মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাটের ক্ষেতলালে ৯০ জন শিক্ষক-কর্মচারীর মানবেতর জীবন

আমলে চরাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে - সাবেক এমপি কাজী রফিক

বগুড়ার শেরপুরে টেন্ডার ছাড়াই ব্রিজ ভেঙে নিয়ে গেলেন ইউপি চেয়ারম্যান