ভিডিও মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

বগুড়ার শেরপুরে টেন্ডার ছাড়াই ব্রিজ ভেঙে নিয়ে গেলেন ইউপি চেয়ারম্যান

বগুড়ার শেরপুরে টেন্ডার ছাড়াই ব্রিজ ভেঙে নিয়ে গেলেন ইউপি চেয়ারম্যান। ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে টেন্ডার ছাড়াই একটি ব্রিজ ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে উপজেলার খামারকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত (ইউপি) চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে। উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঘোরদৌড় নতুনপাড়া এলাকায় এই ব্রিজ ভেঙ্গে নিয়ে যাবার ঘটনা ঘটেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজের উপরিভাগের পুরোটাই ভাঙার কাজ শেষ হয়েছে। এখন নিচের অংশ ভাঙার কাজ চলছে। ব্রিজ ভাঙার কাজে অংশ নেয়া শ্রমিক আব্দুল বাছেদ ও মিজানুর রহমান বলেন, ইউপি চেয়ারম্যান মিলনের নির্দেশে দৈনিক হাজিরায় আমরা ব্রিজ ভাঙার কাজ করছি। প্রতিদিন ৬-৭ জন শ্রমিক এই কাজ করি। ব্রিজটি ভাঙতে এখনো ৪/৫ দিন সময় লাগবে।

ঘোড়দৌড় গ্রামের বাসিন্দা আফসার বলেন, ব্রিজটি অত্যন্ত সরু হওয়ায় ট্রলিসহ যানবাহন পারাপারে নানা ধরনের সমস্যা হতো। এ ছাড়াও নিচু হবার কারণে  বর্ষার সময় পানির নিচে তলিয়ে যায় এবং ব্রিজের মাঝখানে ভেঙ্গে ১ ফুট গর্তের সৃষ্টি হয়েছিল। তাই চেয়ারম্যান লোকজন দিয়ে ব্রিজটি ভেঙে নিয়ে যাচ্ছেন।

স্থানীয় গ্রামবাসী গাজি, হানিফসহ কয়েকজন জানান, এই ব্রিজটি ভেঙ্গে নেবার পর এখানে নতুন ব্রিজ নির্মাণ করবে সরকার। তারপরেও টেন্ডার ছাড়া এভাবে নিজে ব্রিজ ভেঙ্গে নিয়ে যাওয়া কোনোভাবেই ঠিক হয়নি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আব্দুল জব্বার বলেন, ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ২৬ লাখ টাকা ব্যয়ে নতুন করে ২৭ মিটার ব্রিজ নির্মাণের দরপত্র দেয়া হয়। সেটি পাশ হয়েছে। আমাদের না জানিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্রিজটি ভেঙ্গে নিয়ে গেছে। আমরা আইনগত ব্যবস্থা নেব।

আরও পড়ুন

এ ব্যাপারে খামারকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বলেন, পুরাতন ব্রিজটি ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে করা। ওই জায়গায় ২০২৪-২০২৫ অর্থবছরে ২৬ লাখ টাকা ব্যয়ে একটি নতুন ব্রিজ পাশ হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করতে এসে দেখেন পুরাতন ব্রিজটি অপসারণ হয়নি, বিধায় তারা চলে যান। এরপর ‘উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারের নির্দেশে শ্রমিক দিয়ে ব্রিজ ভাঙার কাজ শুরু করেছি। গত ৩ দিন ইট ও রড বিক্রি করে শ্রমিকদের মজুরি দিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরাঞ্চলের লিটলম্যাগ আন্দোলনের পুরোধা কবি সরোজ দেব মারা গেছেন

সুধী সমাজের প্রচেষ্টায় করতোয়া নদীকে দখল ও দূষণ মুক্ত করা সম্ভব : করতোয়া নদী রক্ষা সম্মেলনে বক্তারা

কুড়িগ্রামের উলিপুরে দুই মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাটের ক্ষেতলালে ৯০ জন শিক্ষক-কর্মচারীর মানবেতর জীবন

আমলে চরাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে - সাবেক এমপি কাজী রফিক

বগুড়ার শেরপুরে টেন্ডার ছাড়াই ব্রিজ ভেঙে নিয়ে গেলেন ইউপি চেয়ারম্যান