ভিডিও শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

আমাদের প্রস্তুতিটা খুব ভালো হয়নি : সালাহউদ্দিন

আমাদের প্রস্তুতিটা খুব ভালো হয়নি : সালাহউদ্দিন, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বিপিএল শেষ না হতেই শুরু হয়েছিল শান্তদের চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলন। ৭ তারিখের ফাইনাল শেষে ২০ তারিখে প্রথম ম্যাচ। বাকি সব দেশ যখন ওয়ানডে সিরিজ দিয়েই নিজেদের মানিয়ে নিয়েছে ৫০ ওভারের ক্রিকেটের জন্য। তখন বাংলাদেশের ভরসা হয়ে ছিল ২০ ওভারের সেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। 

যে কারণে খুব বেশি অনুশীলনের সুযোগ পায়নি টাইগাররা। নিজের মাঝে মিরপুরে ক্লোজ ডোর অনুশীলনই ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের একমাত্র প্রস্তুতি পর্ব। আর সেটা যে খুব একটা কাজে লাগেনি তাও এতক্ষণে বুঝে নিয়েছেন সবাই। আজ নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নামবে টাইগাররা। তার আগে দলের সিনিয়র সহকারী কোচ জানালেন প্রস্তুতি ভালো না হওয়ার কথা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রস্তুতি ঘাটতির কথা উল্লেখ করে কোচ সালাহউদ্দিন বলেন, ‘আমি শুধু এতটুকু বলব আমাদের হয়ত প্রস্তুতিটা খুব ভালো হয়নি। আমি মনে করি এটা একটা বড় ধরনের ফ্যাক্টর ছিল। আসলে অজুহাত দিতে চাই না। কারণ আপনি যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে আসবেন তখন আপনাকে তাড়াতাড়ি মানিয়ে নিতে হবে। আপনি হয়ত টেস্ট খেলবেন, সাথে আপনাকে টি-টোয়েন্টি, ওয়ানডেতেও খেলতে হতে পারে।'

দ্রুতই ওয়ানডেতে মানিয়ে নেয়া দরকার ছিল উল্লেখ করে সালাউদ্দিন বলেন ‘এটা কোন অজুহাত না। আমি অজুহাতও দিতে চাই না। দ্রুতই মানিয়ে নেয়া দরকার ছিল, এই জায়গায় বড় মিস হয়ে গেছে। একটা সংস্করণ থেকে অন্য একটা সংস্করণে কীভাবে যে মানিয়ে নিতে হয় এগুলোর যে মানসিক দিক আছে সেগুলো তাড়াতাড়ি মানিয়ে নিতে হবে। তাহলে এ পর্যায়ে আমাদের ভালো হবে।’ অন্যদের সঙ্গে নিজেদের প্রস্তুতির পার্থক্য দেখিয়ে সালাহউদ্দিন বলেন, ‘আপনি যদি দেখেন এই টুর্নামেন্ট খেলতে আসার আগে তারা যথেষ্ট প্রস্তুতি নিয়ে এসেছে। তারা এসেছে একটা ত্রিদেশীয় সিরিজ খেলেছে, পাকিস্তানে এসে যদি ত্রিদেশীয় সিরিজ খেলতাম সেখানে একটা প্রস্তুতির বিষয় আছে। ভারত, ইংল্যান্ডও কিন্তু তারা ৫০ ওভারের প্রস্তুতি নিয়েছে। আমরা কিন্তু সেই প্রস্তুতি নিয়ে আসতে পারিনি।’ 

আরও পড়ুন

এরপরেই বোর্ডের পরিকল্পনার বিষয়টিও সামনে আনেন দেশের অন্যতম সেরা এই কোচ, ‘আমরা একটা বিপিএল খেলার পরই দুদিন পর ফ্লাই করেছি। প্রস্তুতি একটা বড় ব্যাপার। পরিকল্পনাটা কীভাবে করবেন এটা শুধু খেলোয়াড় না, আমরা যারা ম্যানেজমেন্টে আছি তাদেরও সেভাবে চিন্তা করতে হবে। যারা বোর্ডে আছে তাদেরকেও সেভাবে চিন্তা করতে হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজি নিহত

ঠাকুরগাঁওয়ে ঘুস নেয়ার অভিযোগে দুই কারারক্ষী বরখাস্ত

সিরাজগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় খালুর যাবজ্জীবন

অপারেশন ডেভিল হান্টে ফেব্রুয়ারিতে গ্রেপ্তার ১১ হাজারের বেশি: এমএসএফ

লালমনিরহাট সীমান্তে দু’দেশের সীমান্তরক্ষীর মাঝে বৈঠক

সিরাজগঞ্জের শাহজাদপুরে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ