ভিডিও শনিবার, ০১ মার্চ ২০২৫

বিজ্ঞাপনে প্রথম একসঙ্গে সাঞ্জু জন ও সামিরা খান মাহি

সাঞ্জু জন ও সামিরা খান মাহি

অভি মঈনুদ্দীন ঃ এবারই প্রথম একসঙ্গে একটি বিজ্ঞাপনে (শুধুমাত্র অনলাইনে প্রচারের জন্য) মডেল হিসেবে কাজ করেছেন। রাজধানীর গুলশানের নতুন যাত্রা শুরু হওয়া একটি কফি শপের বিজ্ঞাপনে তারা মডেল হিসেবে কাজ করেছেন। গতকাল থেকেই বিজ্ঞাপনটির প্রচার শুরু হয়েছে। প্রচার শুরু হওয়ার পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছেন সাঞ্জু জন ও মাহি।

সাঞ্জু জন বলেন,‘ মাহির সঙ্গে এটা আমার প্রথম কোনো কাজ। ভীষণ হল্পফুল মাহি। তাছাড়া বিজ্ঞাপনের পুরো টিমটাই আসলে খুউব ভালো ছিলো। যে কারণে কাজটাও ভালো হয়েছে। আমার মিডিয়া জীবন শুরু হয়েছিলো ২০০৬ সাল থেকে। এরপর থেকে আজ অবধি আমি ২০/২৫টি বিজ্ঞাপনেই মডেল হিসেবে কাজ করেছি। বিজ্ঞাপনে কাজ করার পাশাপাশি আমি সিনেমাতেও অভিনয় করেছি। তবে নাটকে অভিনয় করা হয়নি। তবে এখন ভাবছি নাটকে যেহেতু ব্যাপক পরিবর্তন এসেছে, তাই নাটকেও অভিনয় করা যেতে পারে। দেখি ভালো গল্প এবং চরিত্র পেলে নাটকে কাজ করা শুরু করবো।’

সামিরা খান মাহি বলেন,‘ নাটকে অভিনয় করা নিয়েই আমাকে বেশি ব্যস্ত থাকতে হয়। তবে নাটকে কাজ করার ফাঁকে ফাঁকে বিজ্ঞাপনে কাজ করার সুযোগ এলে ব্যাটে বলে মিলে গেলে কাজ করি। এই কফি শপের বিজ্ঞাপনটির গল্প, নির্মাতা, সহশিল্পী সবমিলিয়ে আমার কাছে ভালোলেগেছে। যে কারণে এতে মডেল হিসেবে কাজ করেছি।

আরও পড়ুন

এরমধ্যে রোজাও শুরু হয়ে যাচ্ছে। বিজ্ঞাপনের গল্পটাও রোজা ও ইফতারকে ঘিরে। যে কারণে আরো বেশি ভালোলেগেছে। আর এরমধ্যে প্রচারে আসার পরেও বেশ ভালো সাড়া পাচ্ছি। আশা করছি যে উদ্দেশ্য নিয়ে বিজ্ঞাপনটি নির্মাণ করা সে উদ্দেশ্য সফল হবে।’ উল্লেখ্য, বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন এস এম ফাহিম হোসেন।

উল্লেখ্য, সামিরা খান মাহি এখনো সিনেমাতে অভিনয় করেননি। মাঝখানে তার সিনেমাতে কাজ করা নিয়ে বেশ গুঞ্জন উঠেছিলো। কিন্তু মাহির কাজ করা হয়নি। তারও ইচ্ছে রয়েছে খুউব ভালো গল্প পেলে এবং তার চরিত্রটি তার মনের মতো হলে তিনি কাজ করবেন। সাঞ্জু জন এখন পর্যন্ত ১৫-এর অধিক সিনেমায় অভিনয় করেছেন। যারমধ্যে মুক্তিপ্রাপ্ত দর্শকপ্রিয় হয়ে উঠা সিনেমাগুলো হলো ‘দ্য স্টোরি অব সামারা,‘ আমি তোমার হতে চাই’,‘ সুলতানপুর’,‘ লোকাল’,‘বাংলার পাগলু’ ইত্যাদি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপারেশন ডেভিল হান্ট : আরও ৬১৮ জন গ্রেফতার

পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে দুই মাসেও ভেঙে পড়া স্লাব সংস্কার হয়নি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে চোরাচালানকৃত ৩০টি ভারতীয় ফোন জব্দ

বগুড়ার কাহালুর পাঁচগ্রাম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কুড়িগ্রামের দারিদ্র বিমোচনে চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবি