ভিডিও শনিবার, ০১ মার্চ ২০২৫

হাবিব-আতিয়ার ‘ঘোর কেটে যায়’

হাবিব-আতিয়ার ‘ঘোর কেটে যায়’

বিনোদন ডেস্ক ঃ তরুণ শ্রোতাদের কাছে সংগীতের অন্যতম জনপ্রিয় নাম হাবিব ওয়াহিদ। নিজের মেধা ও যন্ত্রের মিশ্রণে তিনি এরই মধ্যে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সব গান। একক সংগীত থেকে সিনেমা সব স্থানেই দাপট রয়েছে তার।

বছরজুড়েই গান নিয়ে ব্যস্ততা থাকে হাবিব ওয়াহিদের। যার ধারাবাহিকতায় এ মাসে এই শিল্পীর প্রকাশ পেয়েছে ‘ঘোর কেটে যায়’ শিরোনামে নতুন একটি গান। যেখানে হাবিবের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তরুণ সংগীতশিল্পী আতিয়া আনিসা। এটি হাবিবের সঙ্গে তার তৃতীয় গান।

নতুন গানটি নিয়ে তিনি বলেন, ‘হাবিব ভাইয়ের সঙ্গে তৃতীয়বারের মতো গান করলাম, যা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। তার সঙ্গে করা প্রতিটি কাজই আমাকে নতুন কিছু শিক্ষা দেয়। সামনে আমাদের আরও নতুন নতুন গান আসবে। আপাতত সবাই ঘোর কেটে যায়কে ভালোবাসুন।’

আরও পড়ুন

গানটি হাবিবের নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ২২ ফেব্রুয়ারি। নতুন গান গাওয়া নিয়ে হাবিব জানান, আতিয়ার সঙ্গে এর আগেও কাজ হয়েছে তার। যেগুলো শ্রোতারা পছন্দ করেছেন। তাই সামনেও এই শিল্পীর সঙ্গে গান করার ইচ্ছা আছে তার। ‘ঘোর কেটে যায়’ গানে কণ্ঠ দেওয়া ছাড়াও কম্পোজ করেছেন হাবিব নিজে। এর কথা লিখেছেন অমিতা কর্মকার। এদিকে হাবিবের এ মাসে ‘পাগল হাওয়া’ প্রকাশ হওয়ার কথা ছিল। তবে সেটি আর প্রকাশ পাচ্ছে না। এই গানেরও টিউন ও মিউজিক হাবিবের এবং কথা লিখেছেন শ্রাবণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপারেশন ডেভিল হান্ট : আরও ৬১৮ জন গ্রেফতার

পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে দুই মাসেও ভেঙে পড়া স্লাব সংস্কার হয়নি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে চোরাচালানকৃত ৩০টি ভারতীয় ফোন জব্দ

বগুড়ার কাহালুর পাঁচগ্রাম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কুড়িগ্রামের দারিদ্র বিমোচনে চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবি