ভিডিও শনিবার, ০১ মার্চ ২০২৫

বিয়ে করেছি ভালোবেসে, ধর্মের প্রসঙ্গ কখনোই ওঠেনি : সোনাক্ষী

সংগৃহিত,বিয়ে করেছি ভালোবেসে, ধর্মের প্রসঙ্গ কখনোই ওঠেনি : সোনাক্ষী

বিনোদন ডেস্ক : বহুদিনের প্রেমের পর গত বছর দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালকেই বিয়ে করেন সোনাক্ষী সিনহা। জাহির-সোনাক্ষীর বিয়েতে উপস্থিত ছিলেন তাদের পরিবারের একান্ত ঘনিষ্ঠরা। যদিও এই বিয়ে নিয়ে কম বিতর্ক হয়নি। গুজবও ছড়িয়েছিল, মেয়ের ভিন্নধর্মী জাহিরকে বিয়ের সিদ্ধান্তে মোটেও খুশি নন তার অভিনেতা-রাজনীতিবিদ বাবা শত্রুঘ্ন সিনহা। 

শোনা যায়, এটা নিয়ে নাকি তাদের 'রামায়ণ'-এ ঝড় বয়েছিল। যদিও গুঞ্জন উড়িয়ে শেষপর্যন্ত মেয়ের বিয়েতে হাজির ছিলেন শত্রুঘ্ন সিনহা। তবে বোনের বিয়েতে ছিলেন না সোনাক্ষীর দুই ভাই লব ও কুশ। 

অনেকেরই কৌতুহল সোনাক্ষী কি চুপিচুপি জাহিরকে ভালোবেসে ধর্মান্তরিত হয়েছেন? তবে ভিনধর্মে বিয়ে, বিতর্কে নিয়ে সরাসরি এতদিন মুখ খোলেননি সোনাক্ষী সিনহা। অবশেষে এনিয়ে মুখ খুললেন শত্রুঘ্ন কন্যা।

অভিনব উপায়ে বিয়ের আমন্ত্রণ জানালেন সোনাক্ষী
এক সাক্ষাৎকারে সোনাক্ষী সিনহা বলেন, ‘আমরা ধর্ম নিয়ে কখনও ভাবিনি। আমরা দুজন মানুষ একে অপরের প্রেমে পড়েছিলাম, যারা একে অপরকে বিয়ে করতে চেয়েছিল, আর আমরা ঠিক এটাই করেছি। এই বিয়েতে কেউ কারও ধর্ম একে অপরের ওপর চাপিয়ে দেয়নি। সে তার ধর্ম আমার ওপর চাপিয়ে দেয়নি, আমিও আমার ধর্ম ওর ওপর চাপিয়ে দিচ্ছি না। আমরা কখনও ধর্ম নিয়ে আলোচনাও করি না। আমরা এটা নিয়ে ভাবিও না। বরং আমরা একে অপরের সংস্কৃতি, ধর্মীয় রীতিনীতিকে শ্রদ্ধা করি। সে তার ধর্মের রীতিনীতি মেনে চলি, আর আমি আমার।’

আরও পড়ুন

সোনাক্ষীর কথায়, ‘ও আমার বাড়িতে দীপাবলির পুজার সময় এসে বসে। আমিও ওদের নিয়াজের সময়ে উপস্থিত থাকি। আমরা একে অপরের পরিবারকেও সম্মান করি। আর এটাই তো হওয়া উচিত।’

সোনাক্ষী বলেন, ‘ধর্মান্তরিত প্রশ্নই ওঠে না। আমরা একে অপরকে ভালোবাসি, এটাই যথেষ্ঠ ছিল। তাই নয় কি! আমরা স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেছি। আমি হিন্দু, ও মুসলিম, আমরা কেউই কখনও কাউকে ধর্মান্তরিত হওয়ার কথা বলি নি। বিষয়টি খুব সাধারণ।’ 

সোনাক্ষী যখন তার বাবাকে বলেছিলেন যে তিনি তৎকালীন প্রেমিক জহিরকে বিয়ে করতে চান, শত্রুঘ্ন সিনহার কী প্রতিক্রিয়া ছিল? সেই উত্তরও দিয়েছেন সোনাক্ষী। অভিনেত্রীর কথায়, শত্রুঘ্ন সিনহা ভীষণই শান্ত এবং পরিপক্ক একজন মানুষ। তার কাছে তার মেয়ের আনন্দই সবথেকে বড়। তিনি সোনাক্ষী এবং জাহিরকে ‘জীবনে নিজেদের মতো করে এগিয়ে যাও’। প্রসঙ্গত বিয়ের আগে সোনাক্ষী ও জাহির দীর্ঘ ৭ বছর ডেট করেছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপারেশন ডেভিল হান্ট : আরও ৬১৮ জন গ্রেফতার

পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে দুই মাসেও ভেঙে পড়া স্লাব সংস্কার হয়নি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে চোরাচালানকৃত ৩০টি ভারতীয় ফোন জব্দ

বগুড়ার কাহালুর পাঁচগ্রাম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কুড়িগ্রামের দারিদ্র বিমোচনে চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবি