ভিডিও শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের মঞ্চে নাহিদ-হাসনাত-সারজিস

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের মঞ্চে নাহিদ-হাসনাত-সারজিস

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে। নেতৃত্ব দিতে অনুষ্ঠান মঞ্চে উপস্থিতি হয়েছেন তরুণ নেতা মো. নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, সামান্তা শারমিন ও আখতার হোসেনসহ অন্যান্যরা। যদিও নতুন দলে কে কোনও পদে যাচ্ছেন, তার ঘোষণা দেওয়া হয়নি।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এই অনুষ্ঠান মঞ্চে অংশ নেয় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা। যদি এই মঞ্চে কোনও চেয়ার নেই।

অনুষ্ঠানের শুরুতে দুটি ডকুমেন্টারি প্রর্দশনী করা হয়। মূলত দীর্ঘ ১৫ বছরের বেশি সময় রাষ্ট্র ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর তরুণদের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে দুটি সংগঠন গড়ে উঠে। আর সেই দুই সংগঠনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’। তরুণদের নতুন এই দলের নামের ইংরেজি রূপ হবে ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ (এনসিপি)।

আরও পড়ুন

জানা গেছে, নতুন দলে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, হাসনাত আব্দুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, আবদুল হান্নান মাসউদ যুগ্ম সমন্বয়ক ও সালেহ উদ্দিন সিফাত দপ্তর সম্পাদক হিসেবে থাকছেন।

দলটির সূত্রে আরও জানা গেছে, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব একজন নারীকে রাখা হতে পারে। সেই বিবেচনায় এ পদ আসতে পারেন তাসনিম জারা, নাহিদা সারওয়ার (নিভা), মনিরা শারমিন ও নুসরাত তাবাসসুমের মধ্য থেকেও কেউ। তাদের মধ্যে তাসনিম জারা ও মনিরা জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ও নাহিদা সারওয়ার কেন্দ্রীয় সদস্য। আর নুসরাত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনা মাত্র ২০ দিনের আন্দোলনে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে : মান্না

রংপুরে সেপটিক ট্যাঙ্ক থেকে শিশুর গলিত লাশ উদ্ধার, গ্রেফতার ৩

সৌদিতে দেখা গেছে চাঁদ, শনিবার প্রথম রোজা

ভেঙ্গে গেল বগুড়ায় একুশের বইমেলা

জয়পুুরহাটের পাঁচবিবিতে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের মিছিল 

গাইবান্ধার ফুলছড়িতে কৃষকের জমির ফসল জোরপূর্বক ঘরে তোলার অভিযোগ