ভিডিও বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫

রাতে সফল মানুষেরা যে কাজগুলো করেন

রাতে সফল মানুষেরা যে কাজগুলো করেন, ছবি: সংগৃহীত।

লাইফস্টাইল ডেস্ক: অনেক মানুষ সফল হতে চাইলেও, অনেকেই তা করতে সক্ষম হয় না। কিন্তু সফল ব্যক্তিরা এমন কী ভিন্নভাবে করেন যা তাদেরকে অন্যদের থেকে আলাদা করে? মজার বিষয় হলো, একজন ব্যক্তির জীবনের বিভিন্ন দিক থেকে দীর্ঘমেয়াদে সফল হওয়া বা না হওয়াতে তার অভ্যাস বিশাল ভূমিকা পালন করে। সকালের কিছু অভ্যাস ছাড়াও অত্যন্ত সফল ব্যক্তিরা কিছু সহজ কিন্তু শক্তিশালী রাতের অভ্যাসও অনুসরণ করেন, যা তাদের আগামী দিনের জন্য ভালোভাবে প্রস্তুত করতে সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক সফল মানুষেরা রাতে কোন কাজগুলো করেন-

পড়া এবং দক্ষতা বৃদ্ধি

কাজের পরে, সফল ব্যক্তিরা তাদের সময় এমন শখের কাজে ব্যয় করেন যা দীর্ঘমেয়াদে তাদের সুফল প্রদান করে। যেমন: ব্যায়াম করা, পড়া এবং নিজেদের দক্ষতা বৃদ্ধি করা। এটি কেবল তাদের বিশ্বদৃষ্টি প্রসারিত করে না বরং ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রেই একজন ব্যক্তি হিসেবে বেড়ে উঠতে সাহায্য করে। নতুন দক্ষতা শেখার অভ্যাস দীর্ঘমেয়াদে চাকরির বাজারে তাদের প্রাসঙ্গিক রাখে।

প্রিয়জনদের সঙ্গে কোয়ালিটি টাইম

সফল ব্যক্তিরা জানেন কীভাবে তাদের কাজ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে হয়। কর্মক্ষেত্রে দীর্ঘ এবং ক্লান্তিকর দিন কাটানোর পর দিনের সমস্যা নিয়ে চিন্তা করার পরিবর্তে, তারা প্রিয়জনদের সঙ্গে ভালো কিছু মুহূর্ত কাটাতে পছন্দ করেন। ব্যস্ত সময়সূচী থাকা সত্ত্বেও তারা পরিবার এবং বন্ধুদের জন্যও সময় বের করেন। যখন কারো সম্পর্ক সুখী থাকে তখনই কেবল জীবনের অন্যান্য দিকগুলোতে মনোনিবেশ করা যায়।

পরের দিনের জন্য পরিকল্পনা

সফল ব্যক্তিরা পরের দিনের জন্য পরিকল্পনা করেন- তা তাদের করণীয় তালিকা হোক, গুরুত্বপূর্ণ কাজ নিয়ে হোক, অথবা পরের দিন কাজের জন্য তারা যে পোশাক পরবে সেটি বাছাই কার হোন না কেন। এটি তাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এবং শক্তি সাশ্রয় করে এবং অন্যদের থেকে এগিয়ে রাখে।

আরও পড়ুন

নিজের জন্য কিছুটা সময়

সফল ব্যক্তিরা দিনের শেষে একা কিছুটা সময় ব্যয় করেন। তারা কৃতজ্ঞতা প্রকাশ, ধ্যান, তাদের দিনের প্রতিফলন এবং জার্নাল লেখার মতো অভ্যাস অনুশীলন করেন - যা মানসিক চাপ কমাতে এবং ব্যক্তি হিসেবে নিজেকে উন্নত করতে সহায়তা করে।

ভালো ঘুমকে অগ্রাধিকার

সাফল্যের জন্য কঠোর পরিশ্রম যতটা গুরুত্বপূর্ণ, বিশ্রাম এবং নিজেকে রিচার্জ করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। সফল ব্যক্তিরা এটা জানেন, তাই তারা প্রতি রাতে ভালো মানের ঘুমের উপর মনোযোগ দেন। তারা ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে স্ক্রিন টাইম এড়িয়ে চলা, তাড়াতাড়ি রাতের খাবার খাওয়া, বই পড়া ইত্যাদি মেনে চলেন। এই সবই তাদের ভালো ঘুমে সাহায্য করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইফ সাপোর্টে ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক

বগুড়ার নন্দীগ্রামে বাজারে ভ্রাম্যমাণ আদালত ১৬ হাজার টাকা অর্থদন্ড 

রংপুরে আত্মগোপনে থাকা সাবেক এমপি আফতাব উদ্দিন গ্রেফতার

রমজানে নতুন ইসলামী গানে কণ্ঠ দিলেন ইমরান

নারী কাবাডিতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশর জয়

বরযাত্রী নিয়ে কনের বাড়ি যাওয়ার পথে বরের মৃত্যু