ভিডিও বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫

২০ জনকে দেয়া হবে ‘দেশ পাণ্ডুলিপি পুরস্কার ২০২৪’

২০ জনকে দেয়া হবে ‘দেশ পাণ্ডুলিপি পুরস্কার ২০২৪’

বিনোদন ডেস্ক ঃ বাংলাভাষা ও সাহিত্যে বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের সম্মানীত করতে বিগত বছরের মতো এবারও ‘দেশ পাণ্ডুলিপি পুরস্কার ২০২৪’ প্রদান করবে দেশ পাবলিকেশন্স। এ বছর পুরস্কারের জন্য বিভিন্ন শাখায় মনোনীত হয়েছেন ২০ গুণীজন। ১০ টি বিষয়ে ২০ গুনীজনকে পুরস্কার দেয়া হবে।

এবার দেশ পাণ্ডুলিপি পুরস্কার দেওয়া হবে উপন্যাস, ছোটগল্প, কবিতা, গবেষণা, মৌলিক প্রবন্ধ, অনুবাদ, থ্রিলার, রহস্য উপন্যাস, নাটক ও কিশোর উপন্যাস, শিশুতোষ গল্প এবং ছড়া।

এবার যারা পুরস্কার পাচ্ছেন সেই গুণিজনরা হলেন- কবি রহমান হেনরী, ফেরদৌস মাহমুদ, তারেক রেজা, শাহমুব জুয়েল, সৈয়দা আঁখি হক, মাইনুল ইসলাম মানিক, রুমা বসু, নূরে জান্নাত, ইমাম মেহেদী, বঙ্গ রাখাল, সোহরাব সুমন, সিডনি অ্যালান, সাদিয়া ইসলাম বৃষ্টি, ফরিদুল ইসলাম নির্জন, স্বপন ভট্টাচার্য্য, আহমেদ তাওকীর, দীপু মাহমুদ, নুরুল ইসলাম বাবুল, মাসুম আওয়াল, দেওয়ান বাদল।

আরও পড়ুন

সবাইকে অভিনন্দন জানিয়ে প্রকাশক অচিন্ত্য চয়ন বলেন, ‘জানুয়ারিতে ঘোষণা দেয়ার কথা থাকলেও অনিবার্য কারণ বশত হয়নি। দেশ পাণ্ডুলিপি পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে তিনি আরো বলেন, ‘চেতনায় ঐতিহ্য’ এ স্লোগানকে ধারণ করে সুনামের সঙ্গেই যুগ পেরিয়ে তের বছরে পদার্পণ করেছে ‘দেশ’। এ সময়ের মধ্যেই প্রকাশনাশিল্পে পাণ্ডুলিপির নান্দনিক পরিচর্যায় একটি স্বতন্ত্রধারা সৃষ্টি করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করে যাচ্ছেন, তাদের সহযাত্রী হতে আমাদের এ প্রয়াস। আগামী মাসে দেশ সাহিত্য উৎসবে মনোনীতদের হাতে পুরস্কার হাতে তুলে দেয়া হবে। দেশ পাবলিকেশন্স সব সময় তরুণদের নিয়ে কাজ করছে আগামীতেও করতে চায়। আরেকটি বিষয় জানিয়ে রাখছি, পূর্বে যারা নির্বাচিত হয়েছিলেন তাদের পুরস্কার চলতি বছরের সঙ্গে প্রদান করা হবে। সবাই পাশে থাকবেন আশা করছি। দেশ এগিয়ে দেতে চায় আপনাদের সহযোগিতা নিয়ে। সবার প্রতি কৃতজ্ঞতা। আপনাদের পরামর্শ আমাদের পথ চলাকে আরো সুগম করবে।

উল্লেখ্য, দেশ পাণ্ডুলিপি পুরস্কারের জন্য মনোনীত পাণ্ডুপি অন্য কোনো প্রতিষ্ঠানে পাঠানো যাবে না। এমন প্রমাণ মিললে পুরস্কার বাতিল বলে গন্য হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে আত্মগোপনে থাকা সাবেক এমপি আফতাব উদ্দিন গ্রেফতার

রমজানে নতুন ইসলামী গানে কণ্ঠ দিলেন ইমরান

নারী কাবাডিতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশর জয়

বরযাত্রী নিয়ে কনের বাড়ি যাওয়ার পথে বরের মৃত্যু

নির্বাচনের সুযোগ পেতে যাচ্ছেন কাজী সালাউদ্দিন

দেওয়ানগঞ্জে ব্যাটারিচালিত ভ্যানসহ দুই ছিনতাইকারি আটক