ভিডিও বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫

রাজনৈতিক হয়রানিমূলক ৪৬১৫ মামলা প্রত্যাহারের সুপারিশ

রাজনৈতিক প্রতিহিংসা ও অন্যান্য কারণে বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতাকর্মী ও নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া রাজনৈতিক হয়রানিমূলক ৪ হাজার ৬১৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে মন্ত্রণালয় পর্যায়ের কমিটি। আজ বুধবার এ তথ্য জানিয়েছে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ সংক্রান্তে হালনাগাদ তথ্যে বলা হয়, ‘আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে গঠিত মন্ত্রণালয় পর্যায়ের কমিটি কর্তৃক অদ্যাবদি ছয়টি সভায় মোট ৪ হাজার ৬১৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।’
গণঅভ্যূত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ঘোষণা দেয় সরকার। এ বিষয়ে বিভিন্ন সময়ে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল সাংবাদিকদের অবহিত করে বলেন, বিগত সরকারের সময়ে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়েরকৃত ‘গায়েবি’ মামলা প্রত্যাহার করা হবে।
হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সুপারিশ করার লক্ষ্যে জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে দুটি কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় পর্যায়ের কমিটির সভাপতি হচ্ছেন আইন ও বিচার উপদেষ্টা। কমিটিতে বাকি সদস্যরা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব (আইন ও শৃঙ্খলা) ও যুগ্মসচিব (আইন) এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (যুগ্ম-সচিব পর্যায়ের নিচে নয়)। এর ধারাবাহিকতায় এসব মামলা প্রত্যাহারে সুপারিশের সিদ্ধান্তের কথা জানালো আইন ও বিচার মন্ত্রণালয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে গার্ড অব অনার পেলেন মুশফিক

এবার ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

একদিনের ক্রিকেটে যত রেকর্ড মুশফিকের

লন্ডনে জয়শঙ্করের ওপর হামলা

পিএসজি’র বিপক্ষে দারুণ জয় লিভারপুলের

এনআইডি ইসি’র অধীনে থাকা উচিত : সিইসি