পিএসজি’র বিপক্ষে দারুণ জয় লিভারপুলের

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে পুরোটা সময় দাপট দেখিয়েছে প্যারিস সেন্ট জার্মেই। কিন্তু তাদের সামনে বাধার প্রাচীর হয়ে ছিলেন লিভারপুল গোলকিপার আলিসন বেকার। দারুণ বেশ কিছু সেভে স্কোর হতে দেননি তিনি। তারপর খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে হার্ভি এলিয়টের আচমকা গোলে পার্ক দ্য প্রিন্সেস থেকে জয় নিয়ে ফিরছে লিভারপুল।
লিভারপুলের নম্বর ওয়ান ৯টি সেভ করেছেন। যেভাবে ফরাসি জায়ান্টরা আক্রমণ শাণিয়ে খেলেছে তাতে তিন পয়েন্ট পাওয়ার যোগ্য ছিল পিএসজি। কিন্তু তাদের পথে মূল বাধা হয়েছিলেন আলিসন। তাতে অ্যানফিল্ডে পরবর্তী ম্যাচের আগে কিছুটা এগিয়ে থাকার রসদ পেয়েছে লিভারপুল। ম্যাচের পর তার কাছে প্রশ্ন রাখা হয়েছিল এটাকে নিজের মৌসুমের সেরা পারফরম্যান্স মনে করেন কিনা। জবাবে বলেছেন, ‘হ্যাঁ, সম্ভবত এটা আমার জীবনের সেরা... কোচ বলছিল পিএসজি’র বিপক্ষে খেলা কতটা কঠিন হতে পারে, বিশেষ করে খেলায় ওরা কতটা দারুণ। আমাদের ভোগান্তির জন্য তৈরি থাকতে হবে। তাই ওদের ভিডিও ক্লিপ দেখার পর যখন বুঝতে পারি সামনে কী অপেক্ষা করছে, অনেক মানসম্পন্ন তারা। এটাও মনে রাখতে হবে, আমরাও কঠোর পরিশ্রম করি।’
আরও পড়ুনক্লিন শিট ধরে রাখার জন্য আলিসনের ৯টি সেভ এই মৌসুমের জন্য সর্বোচ্চ। ম্যাচ নিয়ে তার প্রতিক্রিয়া, ‘পুরো দলের চেষ্টা আর শেষ দিকে হার্ভির মতো একজনের গোল-পুরো বিষয়টাই অবিশ্বাস্য। আমাদের জন্য দারুণ এক গল্প, দারুণ এক রাত।’
মন্তব্য করুন