একদিনের ক্রিকেটে যত রেকর্ড মুশফিকের
_original_1741253235.jpg)
স্পোর্টস ডেস্ক : রেকর্ড, অর্জন আর কীর্তিতে সমৃদ্ধ মুশফিকুর রহিমের ওয়ানডে ক্যারিয়ার। দলীয় সাফল্য খুব বেশি না থাকলেও, ব্যক্তিগত কীর্তির আলোয় ঝলমলে তার দীর্ঘ প্রায় ১৯ বছরের অধ্যায়। বুধবার (৫ মার্চ) ওয়ানডে থেকে বিদায়ের ঘোষণার পর তাকে শুভকামনা জানিয়েছে বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। কেমন ছিল মুশফিকের ওয়ানডে ক্যারিয়ার, এক নজরে দেখে নেয়া যাক।
তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি রান মুশফকুর রহিমের। তার পাশাপাশি বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডেও মুশফিকের নামের পাশে। ১৮ বছর ২০২ দিন মুশফিকের ওয়ানডে ক্যারিয়ার, যা বাংলাদেশের রেকর্ড আর সব দেশ মিলিয়ে অষ্টম। ওয়ানডেতে উইকেটকিপার হিসেবে মুশফিকের ডিসমিসাল ২৯৭টি। তার ধারেকাছে নেই অন্য কোনো বাংলাদেশি। ২৪১টি ক্যাচ নেয়া মুশফিক স্টাম্পিং করেছেন ৫৬টি। এক ওয়ানডেতে দুবার ৫টি ডিসমিসাল করেছেন মুশফিক, যা বাংলাদেশের রেকর্ড। ওয়ানডেতে মুশফিকের রান ৭৭৯৫, যা বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। ৮৩৫৭ রান নিয়ে সবার ওপরে তামিম ইকবাল। ওয়ানডেতে মুশফিক ৯টি সেঞ্চুরি করেছেন, যা বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। আর ৪৯টি ফিফটি হাঁকিয়েছেন মুশফিক। এদিক থেকে বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তিনি। ৫৬টি অর্ধশতক করে যৌথভাবে সবার উপর আছেন সাকিব ও তামিম।
আরও পড়ুনএছাড়াও, এক ভেন্যুতে সবচেয়ে বেশি রান এবং ওয়ানডেতে ম্যাচসেরার দিক থেকেও দ্বিতীয় সর্বোচ্চ মুশফিক। ওয়ানডে ক্রিকেটে মুশফিকের ছক্কা ১০০টি। এদিকে বাংলাদেশিদের মধ্যে ওয়ানডেতে এখন পর্যন্ত একমাত্র ক্রিকেটার হিসেবে ৯৯ রানে আউট হওয়ার যন্ত্রণাটা পেয়েছেন মুশফিকই। ২০১৮ সালে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ৯৯ রানে কাটা পড়েন মুশফিক।
মন্তব্য করুন