এবার ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আর কোনো গোয়েন্দা সহায়তা পাবে না ইউক্রেন। কিয়েভকে গোয়েন্দা তথ্য সরবরাহ করা হবে না বলে জানিয়ে দিয়েছে ওয়াশিংটন। এই পদক্ষেপের ফলে রুশ বাহিনীর ওপর ইউক্রেনীয় বাহিনী আক্রমণ পরিচালনা আরও কঠিন হবে বলে মনে করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাগবিতণ্ডার জেরে দুই দেশের সম্পর্ক ব্যাপক অবনতি হয়েছে। এরপর যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছে। এবার গোয়েন্দা তথ্য সরবরাহ বাতিল করা হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স হোয়াইট হাউসের একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, আপাতত ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহ না করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্পের প্রশাসন। তবে ওই সূত্রটির দাবি, যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের প্রস্তাব মেনে ইউক্রেন নমনীয় অবস্থান নিলে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।
২০২২ সালে ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান শুরুর পর থেকে কিয়েভের সঙ্গে যুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর জন্য প্রয়োজনীয় সব গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য ভাগাভাগি করে আসছিল যুক্তরাষ্ট্র। বুধবার (৫ মার্চ) ফক্স বিজনেসকে এক সাক্ষাৎকারে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র্যাটক্লিফ ইউক্রেনের সঙ্গে সব ধরনের গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করার বিষয়টি নিশ্চিত করেন। তবে ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ রাখার বিষয়টি আংশিক নাকি পুরোপুরি কিংবা এটা কত সময়ের জন্য কার্যকর থাকতে পারে-এসবের কিছুই বিস্তারিত জানানো হয়নি।
আরও পড়ুন
মন্তব্য করুন