পাকিস্তানে আবারও বোমা হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের খুজদার জেলার বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার সকালে জেলার নাল বাজার এলাকায় ঘটেছে এ ঘটনা। হামলায় ব্যবহৃত বোমাটি ছিল একটি শক্তিশালী ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (এলইডি)। সাধারণত সন্ত্রাসী হামলার ক্ষেত্রে এ ধরনের বোমা ব্যবহার করা হয়।
পুলিশ জানিয়েছে, বোমাটি একটি মোটরসাইকেলে ফিট করা হয়েছিল; আর সেই মোটরসাইকেলটি রাখা হয়েছিল একটি জনসমাগমপূর্ণ স্থানে। বোমা বিস্ফোরণের পর হতাহতদের উদ্ধারে এগিয়ে আসে পুলিশ এবং উদ্ধারকারী দল। নাল বাজারের যে এলাকায় বোমা বিস্ফোরণ ঘটেছে, সেটি কর্ডন করে রাখা হয়েছে।
মাত্র ৩ দিন আগে বেলুচিস্তানের কালাত জেলার মুঘলজাই এলাকায় পাকিস্তানের সেনাবাহিনীর গাড়িবহরকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালিয়েছিলেন একজন নারী। তারপর ৪ মার্চ খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন ২১ জন। তবে নাল বাজার এলাকার হামলাটি আত্মঘাতী ছিল না বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুনবেলুচিস্তানের প্রধানমন্ত্রী মির সরফরাজ বুগতি এ হামলার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, সন্ত্রাসবাদকে সমূলে উচ্ছেদ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। খুজদারে হামলাকারীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে এবং যারা শান্তি নষ্ট করতে চায়, তাদের সমস্ত অশুভ পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া হবে। প্রসঙ্গত, করোনা মহামারির পর থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলার রীতিমতো উল্লম্ফন ঘটেছে। প্রতি মাসেই বাড়ছে হামলার সংখ্যা। পাকিস্তানের থিঙ্কট্যাংক সংস্থা পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিক্স) সাম্প্রতিক এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরের তুলনায় ২০২৫ জানুয়ারিতে শতকরা হিসেবে সন্ত্রাসী হামলার পরিমাণ বেড়েছে ৪২ শতাংশ।খবর : জিও নিউজ
মন্তব্য করুন