দুর্গাপুরে খামারের পাহারাদারকে হত্যা করে ৭ গরু চুরি
_original_1741261584.jpg)
নেত্রকোণার দুর্গাপুরের একটি খামারের পাহারাদারকে হত্যা করে সাতটি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (৫ মার্চ) রাতে দুর্গাপুরের কাকৈরগড়া ইউনিয়নের শুকনাকুড়ি গ্রামের খালেক আহমেদ শফিকের খামারে এ ঘটনা ঘটে।
নিহত পাহারাদার জয়নাল মিয়া (৬৫) উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের পুকুরিয়াকান্দা গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাচ্চু মিয়া বলেন, “রাতে দুর্বৃত্তরা খামারে ঢুকে প্রথমে জয়নালের গলা ও মুখ গামছা দিয়ে বেঁধে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তারা খামারের সাতটি গরু লুট করে নিয়ে যায়। সকালে বাঁশের সঙ্গে জয়নালের লাশ বাঁধা দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।”
আরও পড়ুনবৃহস্পতিবার সকালে পুলিশ জয়নালের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান ওসি।
তিনি বলেন, “ঘটনা তদন্তের পাশাপাশি দুর্বৃত্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ছাড়া থানায় মামলার প্রস্তুতি চলছে।”
মন্তব্য করুন