নিউজ ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ, ২০২৫, ০৬:৫৫ বিকাল
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। ৬ মার্চ ২০২৫, সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ‘নতুন বাংলাদেশ: চাই নারীর সম-অধিকার ও মর্যাদা’ প্রতিপাদ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং বরেন্দ্র বিশ^বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বরেন্দ্র বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় বরেন্দ্র বিশ^বিদ্যালয়ের ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কুইজ প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সনাক সভাপতি প্রফেসর ড. সিদ্ধার্থ শঙ্কর তালুকদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সনাক সদস্য অ্যাডভোকেট দিলসেতারা বেগম (চুনি), মো. গোলাম সারওয়ার, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মৌসুমী সুলতানা, ইংরেজি বিভাগের প্রভাষক সাদিয়া সাবরিনা আলম, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রæপের সদস্য ও বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন টিআইবি-এর এরিয়া কো-অর্ডিনেটর (সিটিজেন এনগেজমেন্ট) মো. মনিরুল হক।
কুইজ প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সনাক সভাপতি প্রফেসর ড. সিদ্ধার্থ শঙ্কর তালুকদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সনাক সদস্য অ্যাডভোকেট দিলসেতারা বেগম (চুনি), মো. গোলাম সারওয়ার, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মৌসুমী সুলতানা, ইংরেজি বিভাগের প্রভাষক সাদিয়া সাবরিনা আলম, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রæপের সদস্য ও বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন টিআইবি-এর এরিয়া কো-অর্ডিনেটর (সিটিজেন এনগেজমেন্ট) মো. মনিরুল হক।
আলোচনা সভায় বক্তারা নারীর ক্ষমতায়ন, দুর্নীতিবিরোধী চেতনা ও সমাজে নারীদের অবদানের বিষয়ে মতামত তুলে ধরেন। প্রফেসর ড. মো. ফয়জার রহমান বলেন, ‘নারী-পুরুষের সমতা নিশ্চিত করা শুধু নৈতিক দায়িত্ব নয়, এটি একটি টেকসই সমাজ গঠনের পূর্বশর্ত। আমাদের শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী চেতনায় গড়ে তুলতে হবে, যাতে তারা আগামী দিনে সৎ ও আদর্শ নাগরিক হিসেবে সমাজে ভূমিকা রাখতে পারে।’
প্রধান অতিথি প্রফেসর ড. সিদ্ধার্থ শঙ্কর তালুকদার বলেন, ‘নারীদের সম-অধিকার নিশ্চিত করতে হলে আমাদের সামাজিক ও পারিবারিক পর্যায় থেকে সচেতনতা সৃষ্টি করতে হবে। নারীরা যদি শিক্ষিত ও স্বাবলম্বী হয়, তাহলে দুর্নীতি প্রতিরোধ এবং জাতির উন্নয়ন সম্ভব। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সর্বদা নারী শিক্ষাকে গুরুত্ব দিয়ে আসছে। ভবিষ্যতেও আমরা এই ধারা অব্যাহত রাখব।’
সহকারী অধ্যাপক মৌসুমী সুলতানা বলেন, ‘কর্মক্ষেত্রে নারীদের সমান সুযোগ নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’ ইংরেজি বিভাগের প্রভাষক সাদিয়া সাবরিনা আলম নারীর শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেন। সহকারী অধ্যাপক ড. কেয়া চৌধুরী নারীর অধিকার ও সামাজিক সমতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। অ্যাডভোকেট দিলসেতারা বেগম চুনি বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে নারীদের সোচ্চার হতে হবে এবং তাদের নেতৃত্বে এগিয়ে আসতে হবে।’
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
মন্তব্য করুন