চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে সাদিয়া বেগম (৩৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারী কেডিএস টেক্সটাইল লিমিটেডের কর্মী বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। তাঁর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।
আরও পড়ুনচট্টগ্রাম রেলওয়ে থানার ওসি শহীদুল ইসলাম জানান, সকালে ওই নারী বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। অক্সিজেন এলাকায় রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে নাজিরহাটগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন