ভিডিও বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫

নারী ফুটবল

জোড়া হারে ফিফা র‌্যাঙ্কিংয়ে এক ধাপ অবনমন  

জোড়া হারে ফিফা র‌্যাঙ্কিংয়ে এক ধাপ অবনমন  

স্পোর্টস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দুটিতেই একই ব্যাবধানে হারে বাংলাদেশ নারী ফুটবলাররা। আর এই হারেই ফিফা র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছে এক ধাপ। 

ব্রিটিশ কোচ পিটার বাটলারকে বয়কট করা সাফজয়ী ১৮ নারী ফুটবলার ছাড়াই আরব আমিরাতের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ নারী ফুটবল দল। দুই ম্যাচের দুটিতেই ৩-১ গোলে হারে সাবিনারা।  

আজ (বৃহস্পতিবার) নারী ফুটবলের নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যেখানে বাংলাদেশ এক ধাপ পিছিয়ে ১৩৩–এ নেমে গেছে। প্রায় ৬ পয়েন্ট হারিয়ে বর্তমানে আফিদা খাতুনদের রেটিং পয়েন্ট ১০৯১.৮১। আরব আমিরাতের বিপক্ষে ২৭ ফেব্রুয়ারি ও ৩ মার্চ ম্যাচ দুটি খেলেছিল বাংলাদেশের মেয়েরা। উভয় ম্যাচেই প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর আফিদা একটি করে গোল করে ব্যবধান কমালেও, বাংলাদেশ ৩-১ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে।

এর আগে ফিফার সর্বশেষ হালনাগাদকৃত র‌্যাঙ্কিং প্রকাশের আগমুহূর্তে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হয় সাবিনা-ঋতুপর্ণা-রুপ্না চাকমারা। তারই সুবাদে তারা ৭ ধাপ এগিয়ে ১৩২ নম্বরে উঠে এসেছিল। নতুন যাত্রার শুরুতে দুটি ম্যাচেই বাংলাদেশ হোঁচট খেয়েছে। হারও দেখেছে একই ব্যবধানে। যার প্রভাব পড়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ে।

আরও পড়ুন


নারী ফুটবলের র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছে সর্বোচ্চ বারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। এরপর যথাক্রমে আছে স্পেন, জার্মানি, ইংল্যান্ড ও জাপান (তিন ধাপ উন্নতি)। তবে এক ধাপ করে পিছিয়ে পরের তিন স্থানে যথাক্রমে সুইডেন, কানাডা ও ব্রাজিলের মেয়েরা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দুই দেশ ভারত (৬৯) ও নেপাল (৯৯)।

এদিকে, দুই ম্যাচের সিরিজে বাংলাদেশকে হারানো আরব আমিরাতের মেয়েরা পাঁচ ধাপ এগিয়ে ১১২–তে উঠে এসেছে। এবারের র‌্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ৭ ধাপ করে উন্নতি হয়েছে কেনিয়া (১৪২) ও তানজানিয়ার (১৩৪)। আর তিউনিশিয়ার (৮৯) সর্বোচ্চ ১১ ধাপ অবনতি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইফ সাপোর্টে ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক

বগুড়ার নন্দীগ্রামে বাজারে ভ্রাম্যমাণ আদালত ১৬ হাজার টাকা অর্থদন্ড 

রংপুরে আত্মগোপনে থাকা সাবেক এমপি আফতাব উদ্দিন গ্রেফতার

রমজানে নতুন ইসলামী গানে কণ্ঠ দিলেন ইমরান

নারী কাবাডিতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশর জয়

বরযাত্রী নিয়ে কনের বাড়ি যাওয়ার পথে বরের মৃত্যু