ভিডিও শুক্রবার, ০৭ মার্চ ২০২৫

নতুন দুই সিনেমায় সুষমা সরকার

সুষমা সরকার।

অভি মঈনুদ্দীন ঃ চলচ্চিত্রে ও নাটকের গুনী অভিনেত্রী সুষমা সরকার। চলচ্চিত্রে ও নাটকে অভিনয় করতে করতে এখন তিনি দর্শকের প্রিয় একজন অভিনেত্রী হয়ে উঠৈছেন।

সুষমার কাছে প্রশ্ন রেখেছিলাম, যে স্বপ্ন নিয়ে অভিনয়ের দুনিয়ায় যাত্রা শুরু করেছিলেন, সেই স্বপ্ন কী আদৌ পূরণ হয়েছে? সুষমা এতো চমৎকার একটা জবাব দিলেন, যা সচরাচর কোনো শিল্পীই বলেন না।

সুষমা জানালেন, একটা টিভির পর্দায় যখন কিংবদন্তী অভিনয়শিল্পী আবুল হায়াত, সুবর্ণা মোস্তফা, শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম’সহ আরো অনেকের অভিনয় যখন দেখতেন। তখন তারও স্বপ্ন ছিলো তাদের সঙ্গে অভিনয় করার। অভিনয়ের দুনিয়ায় পা রাখার পর যখন একটু একটু করে সুযোগ আসলো তাদের সঙ্গে নাটকে স্ক্রিণ শেয়ার করার অর্থাৎ একই ফ্রেমে অভিনয় করার সুযোগ হলো তখন সুষমার শিল্পী জীবন ধন্য হলো। পাশাপাশি এখন অনেক গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করারও প্রস্তাব আসে তার কাছে। নিজের মনের মতো অভিনয়ও করতে পারছেন। তবে শিল্পী হিসেব নাটকে কিংবা সিনেমায় অভিনয় করার ক্ষেত্রে চরিত্র নিয়ে অপূর্ণতা তো থেকেই যায়। তারপরও ভীষণ তৃপ্ত সুষমা, একজন অভিনেত্রী হিসেবে।

সুষমা এরইমধ্যে দুটি নতুন সিনেমাতেও অভিনয় করেছেন। একটি জহির রায়হানের (এ যুগের পরিচালক) ‘সোলতে’, এবং অন্যটি পথিক শহীদুলের ‘নদাই’। রাজশাহীর বইপ্রেমী মানুষের কাছের মানুষ ছিলেন পলান সরকার। বাড়ি বাড়ি বই পৌঁছে দিতেন তিনি। সেটি পড়া শেষে আবার বদলে দিতেন আরেকটি বই। সংবাদমাধ্যম সূত্রে পরে তাকে চিনেছিল পুরো দেশ ও পৃথিবী। ২০১৯ সালে ৯৮ বছর বয়সে তিনি প্রয়াত হন পলাণ সরকার। তাকে নিয়েই নির্মিত হয়েছে সিনেমাটি। একটা সময় পলাণ সরকার রাজশাহীতে একজনের বাড়িতে এসে কিছুদিন থেকেছিলেন। যার বাড়িতে ছিলেন তারই চরিত্রে অভিনয় করেছেন সুষমা সরকার। ‘নদাই’ সিনেমায় যে শিশুটি নাম ভূমিকায় অভিনয় করেছে তারই মায়ের চরিত্রে অভিনয় করেছে সুষমা সরকার। দুটি সিনেমারই কাজ প্রায় শেষ করেছেন সুষমা।

আরও পড়ুন

এদিকে আগামীকাল সুষমার জন্মদিন। তবে ছুটি নেই তার কাজ থেকে। সুষমা সরকার বলেন,‘ সোলতে ও নদাই সিনেমা দুটিতে কাজ করে আমি ভীষণ সন্তুষ্ট। দুটি সিনেমারই গল্পই প্রাণ। দুজন নির্মাতাই চেষ্টা করেছেন মন দিয়ে সিনেমা দুটি নির্মাণ করতে। দুটিতে আমার চরিত্র দুই রকম। তবে আমার ভালোলাগা এই যে ভিন্নধরনের গল্পের সিনেমাতে কাজ করে, যে সিনেমাগুলো দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে। যে সিনেমাগুলো একদিন ইতিহাস হবে। একজন অভিনেত্রী হিসেবে আমি হয়তো বা এখনো কিছুই নই। কিন্তু আমি আমার কাজটা পূর্ণ মনোযোগ দিয়ে করার চেষ্টা করি। সোলতে ও নদাই পর্দায় দেখলে দর্শক তা অনুভব করতে পারবেন। আর জন্মদিনে বিটিভির অসুখ নামের একটি নাটকে অভিনয় করবো। বাসায় ফিরে হয়তো একমাত্র কন্যা অনিন্দ্য গল্পের সঙ্গেই সময় কাটাবো। সবার দোয়া আর আশীর্বাদ চাই।’

কেএম সোহাগ রানা পরিচালিত ‘দেনা পাওনা’ ধারাবাহিক নাটকে অভিনয় করেও বর্তমানে বেশ প্রশংসা কুঁড়াচ্ছেন সুষমা। ঈদে আসবে কাজল আরেফিন অমি’র নাটক ‘হাউ সুইট’। এছাড়াও শিগগিরই লিটু করিমের ‘গাড়িয়াল’ নাটকেও কাজ করবেন তিনি। সুষমা অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘ডুবসাঁতার’,‘ ছুঁয়ে দিলে মন’,‘ সাপলুডু’,‘ নবাব এলএলবি’, ‘পেয়ারার সুবাস’, ‘বাদশা’,‘ ভুবন মাঝি’,‘ দহন’। শিগগিরই প্রচারে আসছে কচি খন্দকারের ‘তেল ছাড়া পরোটা’ ধারাবাহিকটি। সুষমার বেস্ট ফ্রেণ্ড উর্মি, একসঙ্গে পড়তেন ভারতেশ্বরী হোমসে। সুষমার বাবা খগেন্দ্র নাথ সরকার, মা অঞ্জলি সরকার। তার আরেক বোন সুতপা, ভাই ভক্ত সুপ্রতীম সরকারের সঙ্গেই তার বাবা মা থাকেন। ধামরাইয়ের মেয়ে (জন্ম টাঙ্গাইলের মির্জাপুরে) সুষমা’র প্রথম নাটক গিয়াস উদ্দিন সেলিমের ‘সাদা মেঘের বৃষ্টি’, এটি ২০০০ সালে প্রচারিত হয়েছিলো। তার বিপরীতে ছিলেন মোশাররফ করিম। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইফ সাপোর্টে ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক

বগুড়ার নন্দীগ্রামে বাজারে ভ্রাম্যমাণ আদালত ১৬ হাজার টাকা অর্থদন্ড 

রংপুরে আত্মগোপনে থাকা সাবেক এমপি আফতাব উদ্দিন গ্রেফতার

রমজানে নতুন ইসলামী গানে কণ্ঠ দিলেন ইমরান

নারী কাবাডিতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশর জয়

বরযাত্রী নিয়ে কনের বাড়ি যাওয়ার পথে বরের মৃত্যু