বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন
টাকার অভাবে চিকিৎসা বন্ধ হতে বসেছে ক্যান্সার আক্রান্ত ইমাম শামছুল হকের
_original_1741271291.jpg)
স্টাফ রিপোর্টার : অর্থের অভাবে চিকিৎসা থেমে গেছে ক্যান্সারে আক্রান্ত ষাটোর্ধ মো: শামছুল হকের চিকিৎসা। চিকিৎসার টাকা যোগাড়ে দ্বারে দ্বারে ঘুরছেন এই ইমাম। পরিবারে যেখানে নুন আনতে পান্তা ফুরার অবস্থা, সেখানে চিকিৎসার এত টাকা যোগাড় নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবারটি।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বানাইলের বাসিন্দা হলেও শামছুল হক দীর্ঘদিন বগুড়া শহরের ৭ নং ওয়ার্ডে বসবাস করছেন। তিনি নিশিন্দারা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র জামে মসজিদের ইমামতি করে আসছেন ৩৫ বছর। দুই ছেলে এবং তিন মেয়ের বিয়ে দিয়েছেন অনেক কষ্ট করে। তারাও আর্থিকভাবে স্বচ্ছল না। বাড়ির পাঁচ শতক জায়গা ছাড়া তার আর কোন কিছু নেই। এমন অবস্থায় গতবছরের রমজান মাসে তিনি কোলন ক্যান্সারে আক্রান্ত হন। বগুড়ায় চিকিৎসা নেয়ার পর ঢাকার মহাখালি জাতীয় ক্যান্সার হাসপাতালে ভর্তি হন। সেখানে সরকারি, নিজের এবং মানুষের সহায়তায় ৮টা ক্যামো থেরাপি দিয়েছেন। ইতোমধ্যে তার ৩ লাখ টাকা খরচ হয়ে গেছে। এখন আবার তাকে ২৮টি রেডিও থেরাপি দিতে হবে । টিএমএস হাসপাতালে এই থেরাপি দিতে ১ লাখ ২০ হাজার টাকা প্রয়োজন বলেছে ডাক্তার। শুরু করলে সপ্তাহের পাঁচদিন এই থেরাপি দিতে হবে। কিন্তু শেষ মুহুর্তে এসে টাকা নিয়ে তিনি পড়েছেন দুশ্চিন্তায়। প্রতি মাসে তাকে অনেক টাকার ওষুধ খেতে হয় ।
আরও পড়ুনঅসুস্থ শামছুল হক বলেন, ‘হঠাৎ জানতে পারি কোলন ক্যান্সার হয়েছে। চিকিৎসক বলছেন এই চিকিৎসায় অনেক টাকার প্রয়োজন। কিন্তু আমি অসহায় গরিব মানুষ,এত টাকা কোথায় পাবো। প্রতিমাসে ১০ হাজার টাকার ওষুধ খেতে হয়। আগামি ১০ দিনের মধ্যে রেডিও থেরাপি দিতে না পারলে হয়ত বিনা চিকিৎসায় আমাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। তাই সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের জন্য আকুল আবেদন করছি। পাশাপাশি দেশ ও বিদেশের বিত্তবান ও বিবেকবানদের কাছে অনুরোধ করছি এই গরীব অসহায় মানুষটির পাশে দাঁড়ানোর জন্য।
তাকে সাহায্য পাঠানোর জন্য এই বিকাশ নাম্বার দেয়া হলো। বিকাশ নাম্বার- ০১৭৩৫২৯০১২৯ । অনেক মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য এই ইমামকে বাঁচিয়ে রাখবে তার পরিবারের মাঝে আরও অনেকদিন।
মন্তব্য করুন